12 June 2016

ব্রাহ্মণপাড়ায় কলেজে ছাত্রীকে অপহরন করে জোরপূর্বক ধর্ষন ও নির্যাতন


ব্রাহ্মণপাড়া প্রতিনিধিঃ ব্রাহ্মণপাড়া উপজেলার টাকুই (রহমতপুর) গ্রামের সাহেবাবাদ ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীকে (২২) গত ৮ জুন পাশ্ববর্তী পূর্নমতী গ্রামের জয়দুল হোসেনের ছেলে মোজাম্মেল ও তার সহযোগীরা মিলে অপহরন করে।
অপহরনের পর মোজাম্মেলের নিজ বাড়ীতে তিন দিন ধরে জোরপূর্বক ধর্ষন ও নির্যাতন চালায়। এক পর্যায়ে ঐ কলেজ ছাত্রীকে অচেতন অবস্থায় মৃত্যু ভেবে বারেশ্বর চৌমুহনীতে ফেলে যাওয়ার সময় স্থানীয়রা মোজাম্মেলের বোনকে আটক করে।
পরে স্থানীয় মেম্বারের উপস্থিতিতে আটককৃতকে ব্রাহ্মণপাড়া থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
আহত ঐ কলেজ ছাত্রীকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: