25 June 2016

কত দিন ঘোরাতে পারে দেখি - সি আই ডি


নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলা তদন্তে আবারো মাঠে নেমেছে সিআইডি। বুধবার তারা জিজ্ঞাসাবাদ করেছে কুমিল্লা তিন শিল্পী সারওয়ার, খোকন ও বাপ্পীকে। এছাড়া ঘটনাস্থলে গিয়ে একজনকে জিজ্ঞাসাবাদ করেছে।
তনু হত্যাকাণ্ডের তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খান মন্তব্য করেছেন, 'অপরাধীরা চালাক হলে কত দিন আমাদের ঘোরাতে পারে দেখি; কিন্তু একদিন তো সত্য বেরিয়ে আসবে।’
মূলত গত এক মাসে দৃশ্যমান কোনো তৎপরতা ছিল না মামলার তদন্ত সংস্থা সিআইডির। গত ২৬ মে কুমিল্লা সেনানিবাসের একটি সংস্থার কার্যালয়ে তিন সেনা সদস্যকে জিজ্ঞাসাবাদ করার পর ময়নাতদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করা ছাড়া তাদের আর কোনো তৎপরতা নেই।
এই পরিপ্রেক্ষিতে তনুর মা আনোয়ারা বেগম সিআইডির তদন্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি জানান, তিনি চান সিআইডি কর্মকর্তারা তাঁর সঙ্গে দেখা করুন অথবা তারা বললে তিনি সিআইডি কার্যালয়ে গিয়ে দেখা করবেন।
আনোয়ারা বেগম বলেন, তনু হত্যা মামলা কত দূর এগোল তা আমি জানতে চাই।
এ ব্যাপারে সিআইডির বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বুধবার কুমিল্লা সেনানিবাস পরিদর্শন করে পরদিন বৃহস্পতিবার ঢাকায় ফিরে তদন্ত সহায়ক দলের প্রধান বিশেষ পুলিশ সুপার আবদুল কাহহার আকন্দের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে সিদ্ধান্ত নেবেন তনুর কাপড়ে পাওয়া ডিএনএ প্রোফাইলের সঙ্গে সন্দেহভাজনদের ডিএনএ মেলানোর কাজটি কিভাবে শুরু করা যায়।
'সত্যের জয় হবেই'—উল্লেখ করে নাজমুল বলেন, ‘সেনানিবাস এলাকায় ঘটা এ ঘটনার রহস্য উদ্ঘাটন কাজটি কঠিন। তদন্ত কাজটিও কঠিন। এর পরও আমাদের চেষ্টা অপরাধী শনাক্ত করা। যারা অপরাধী, তারা নিজেদের কতটা বাঁচাতে পারে এবং আমরা কতটা রহস্য উন্মোচন করতে পারি সেটাই এখন দেখার বিষয়। অপরাধীরা চালাক হলে কত দিন আমাদের ঘোরাতে পারে দেখি; কিন্তু একদিন তো সত্য বেরিয়ে আসবে।’
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু হত্যা মামলারও বিচার হয়েছে। আরো অনেক চাঞ্চল্যকর মামলার বিচার হয়েছে। তনু হত্যার বিচারও হবে।
অন্যদিকে নিজ কর্মস্থলে এক কর্মকর্তা গতকাল মঙ্গলবারও তনুর বাবা এয়ার হোসেনের সঙ্গে রূঢ় ব্যবহার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। চাকরি হারানোর ভয়ে তিনি এই রূঢ় ব্যবহারের কথা কাউকে জানাতে রাজি হননি। অফিসের ডিউটি শেষে বাসায় ফিরে তা স্ত্রী আনোয়ারা বেগমকে জানানোর পর তিনি কান্নায় ভেঙে পড়েন বলে জানিয়েছেন তনুর মা। 
এয়ার হোসেন কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী হিসেবে কাজ করেন। অন্যদিকে আগের দিন সোমবার কুমিল্লায় গণজাগরণ মঞ্চের সমাবেশে বক্তব্য দিয়ে বাসায় ফেরার সময় তনুর মা আনোয়ারা বেগম ও ভাই আনোয়ার হোসেন রুবেলের সঙ্গেও রূঢ় আচরণ করা হয়েছে বলে অভিযোগ করেন আনোয়ারা বেগম।
উল্লেখ্য, কুমিল্লা সেনানিবাসের অলিপুরের কাছে পাওয়ার হাউসের জঙ্গলে তনুর লাশ পাওয়া যায় গত ২০ মার্চ। পরদিন তনুর বাবা এয়ার হোসেন বাদী হয়ে একটি হত্যা মামল করেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানায়। 

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: