28 June 2016

সৌদিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দুই যুবক নিহত


নিজস্ব প্রতিবেদকঃ সৌদি আরবে তায়েফ থেকে কাজ শেষে রিয়াদ আসার পথে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচ বাংলাদেশি। সোমবার রাতে তায়েফ থেকে রিয়াদে ফেরার পথে রিয়াদে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন কুমিল্লার চৌদ্দগ্রাম থানার চিওড়া ইউনিয়েনের তেলিগ্রামের আলাউদ্দীন ওরফে সাব্বির (২৮) পিতা আমিরুল ইসলাম এবং একই জেলার নাঙ্গলকোট উপজেলার গুণবতী ইউনিয়নের পরিকোট গ্রামে মো. রিপন (২৯)। দুজনই ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
এই দুর্ঘটনায় আহত ৫ বাংলাদেশিকে দুর্ঘটনাস্থল থেকে হেলিকপ্টার যোগে রিয়াদের সমুচি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সাব্বির ও রিপনের মরদেহ ওই হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আহতদের মধ্যে একজন নিহত রিপনের এলাকার নাহীম। গুরুতর আহত অবস্থায় তাকে আইসিইউতে রাখা হয়েছে।



শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: