14 January 2016

নাঙ্গলকোটে অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে এলাকাবাসি

নাঙ্গলকোট প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট ইউপির শরীফপুর নামক স্থানে ডাকাতিয়া নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার অভিযোগ উঠেছে। বালু উত্তোলনের কারণে নদীর পাড়ে বসবাসরত প্রায় ৫ শতাধিক পরিবারের বাড়িঘর হুমকির মুখে রয়েছে।সরেজমিনে দেখা যায়, একটি প্রভাবশালি মহল কুকিরখিল গ্রামের রশীদ, উত্তর মাহিনী গ্রামের নুরুর নেতৃত্ত্বে দীর্ঘ দিন ধরে ওই নদীতে ড্রেজার মিশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছেন। আর নদী থেকে তোলা এই নি¤œমানের বালু দিয়ে চৌদ্দগ্রাম-বাংগড্ডা সড়কের কাজে ব্যবহার করেছেন। অপরদিকে নদীর পাড়ে বসবাসরত ৫ শতাধিক পরিবার রয়েছে হুমকির মুখে। যে কোন মুহুর্তে ধসে পড়ে বড় ধরণের দূর্ঘটনা ঘটার আশস্কা রয়েছে। এলাকায় গুণজন উঠেছে মোটা অংকের অর্থের বিনিময়ে বালু বিক্রয় কারার শুযোগ করে দিচ্ছেন উপজেলা প্রশাসন।এ ব্যাপারে নদীর পাড়ে বসবাসরত কয়েকজন লোক জানান, দীর্ঘ দিন ধরে এলাকার একটি প্রভাবশালি মহল এই নদী থেকে বালু উত্তোলন করে বিক্রয় করে আসছে। আমরা তাদের বিরুদ্ধে ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছি না। আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তি গত ৩ জানুয়ারী উপজেলা নির্বাহী অফিসার বরাবর এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে কোন প্রদেক্ষপ নিচ্ছেনা উপজেলা প্রশাসন।এ ব্যাপারে অভিযুক্ত নুরু ও রশিদের সাথে যোগাযোগ করলে তারা বালু উত্তোলনের বিষয়টি অস্বিকার করেন।এ বিষয়ে গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইদুল আরীফের মুঠো ফোনে বারবার যোগাযোগ করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: