06 January 2016

কুমিল্লায় উচ্চ শব্দের মাইকিংয়ে অতিষ্ঠ মানুষ

মহিউদ্দিন মোল্লাঃ কুমিল্লা নগরীতে দিনের মতো গভীর রাতেও মাইকের শব্দে অতিষ্ঠ মানুষ। নগরীর টাউন হলসহ বিভিন্ন স্থানে ১০ জন উপস্থিত থাকলেও এক কিলোমিটার দূরে লাগানো হচ্ছে এক ডজন মাইক। এ ছাড়া ধর্মীয় ও সংগীত অনুষ্ঠানের নামে বিভিন্ন পাড়া-মহল্লায় গভীর রাতেও মাইক বাজানো হচ্ছে। এতে দুর্ভোগে পড়ছেন শিক্ষার্থী ও অসুস্থ মানুষ। এদিকে নগরীর বিভিন্ন সড়কে একটি রিকশায় বিভিন্ন পণ্যের প্রচারে দুটি মাইক বাঁধা হচ্ছে। রাস্তায় যানজটে আটকে পড়া যাত্রীরা উচ্চ শব্দে বাজানো মাইকের আওয়াজে অতিষ্ঠ। কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল বলেন, অনুষ্ঠানস্থলের বাইরে একাধিক মাইক বাজিয়ে মানুষের বিরক্তির কারণ সৃষ্টি করা উচিত নয়। এ ছাড়া গভীর রাতে ধর্মীয় উদ্দেশ্যে মাইক বাজানো হলেও তা হিতে বিপরীত হচ্ছে। গভীর রাতে অসুস্থ মানুষের ঘুম নষ্ট করে মাইক বাজানো নৈতিকতাবিরোধী।কুমিল্লার নাক, কান, গলা বিশেষজ্ঞ ডা. আরিফ মোর্শেদ খান বলেন, কুমিল্লায় প্রায় প্রতিদিনই উচ্চ শব্দে মাইক বাজানো হচ্ছে। ৬০ ডেসিবেল মাত্রার বেশি উচ্চ শব্দ কানের জন্য ক্ষতিকর।কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল বলেন, মানুষকে কষ্ট দিয়ে মাইক বাজানো ঠিক নয়। এ বিষয়ে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা উন্নয়ন সভায় আলোচনা করা হবে।

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: