07 December 2015

বরিশালকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখল কুমিল্লা


নিজস্ব প্রতিবেদকঃ ১০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম বলেই সাজেদুল ইসলামের বলে সাব্বির রহমান রুম্মানের হাতে ক্যাচ দিয়ে ফিরেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওপেনার লিটন কুমার দাস। ম্যাচে উত্তেজনা বলতে ওটুকুই।
৬৩ বলে ৭৬ রানের এক ইনিংস খেলে সকল সংশয় দূর করে দেন পাকিস্তানের ব্যাটসম্যান আহমেদ শেহজাদ। তার এই ১০ চার ও এক ছক্কায় সাজানো ইনিংস ছাড়াও ১৮ বলে ২০ রান করেন আসহার জাইদি।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ওভার তিন বল বাকি থাকতেই সাত উইকেটের এক বড় জয় তুলে নেয় মাশরাফি বিন মুর্তজার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
আর আট ম্যাচে নিজেদের ষষ্ঠ জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফেললো এই দলটি। আর বরিশাল বুলসের এটা টানা দ্বিতীয় ও সব মিলিয়ে তৃতীয় পরাজয়।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে, বরিশাল বুলস নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে করে ১০৫ রান। সর্বোচ্চ ২৬ রান করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আর কুমিল্লার আসহার জাইদি নেন দুই উইকেট।



শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: