নিজস্ব প্রতিবেদকঃ ১০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম বলেই সাজেদুল ইসলামের বলে সাব্বির রহমান রুম্মানের হাতে ক্যাচ দিয়ে ফিরেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওপেনার লিটন কুমার দাস। ম্যাচে উত্তেজনা বলতে ওটুকুই।
৬৩ বলে ৭৬ রানের এক ইনিংস খেলে সকল সংশয় দূর করে দেন পাকিস্তানের ব্যাটসম্যান আহমেদ শেহজাদ। তার এই ১০ চার ও এক ছক্কায় সাজানো ইনিংস ছাড়াও ১৮ বলে ২০ রান করেন আসহার জাইদি।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ওভার তিন বল বাকি থাকতেই সাত উইকেটের এক বড় জয় তুলে নেয় মাশরাফি বিন মুর্তজার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
আর আট ম্যাচে নিজেদের ষষ্ঠ জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফেললো এই দলটি। আর বরিশাল বুলসের এটা টানা দ্বিতীয় ও সব মিলিয়ে তৃতীয় পরাজয়।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে, বরিশাল বুলস নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে করে ১০৫ রান। সর্বোচ্চ ২৬ রান করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আর কুমিল্লার আসহার জাইদি নেন দুই উইকেট।
0 facebook: