15 December 2015

শিরোপা কুমিল্লার ঘরে


বিশেষ প্রতিবেদনঃ কুমিল্লার ইনিংস, একাদশতম ওভার। দ্বিতীয় ও তৃতীয় বলে এগিয়ে এসে সেকুগ্গে প্রসন্নকে তুলে মারলেন ইমরুল কায়েস। দুটো বলেই ফলাফল একই – ছক্কা! ১২ তম ওভার শেষে বরিশাল বুলসের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সংগ্রহ ৯৪ রান।
তখন ম্যাচটা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হাতের মুঠোয়। কিন্তু, এরপরই যেন বদলে গেলো ম্যাচের গতিপথ। ম্যাচের মোড় অনেকটাই ঘুরে গেলো বরিশাল বুলসের দিকে। টুর্নামেন্টের সবচেয়ে ‘আন্ডারডগ’ দলটাই তখন ম্যাচের নিয়ন্ত্রক।
শেষ ওভারেও দরকার ছিল ১৩ রান। প্রথম বলেই রান আউট হয়ে ফিরলেন শুভাগত হোম। কিন্তু শেষ চার বলেই সব হিসেব-নিকেশ আবার বদলে দিলেন এমন একজন যিনি নিলামে কোন দলই পাননি প্রথমে - অলক কাপালি। চার বলে ১১ রান তুলে নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে চ্যাম্পিয়ন করে দিলেন তিনি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের ফাইনালে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বরিশাল বুলসকে তিন উইকেটে হারিয়ে দিলেন মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বরিশাল বুলসের দেয়া ১৫৭ রানের লক্ষ্যে সাত উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা। 
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে, বরিশালের ইনিংসের প্রাণভোমরা হয়েছিল একটা জুটি। চতুর্থ উইকেট জুটিতে শাহরিয়ার নাফিসকে সাথে নিয়ে বরিশালের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ করেন ৮১ রান। ওভার প্রতি ৯.২ হারে রান তুলে বরিশালের ইনিংসটাকে ১৫৬ রানে নিয়ে যাওয়ার কৃতীত্বটা এই দুজনের।
ইনিংসের ২০ তম ওভারে আউট হওয়ার আগে রিয়াদ করেন ৩৬ বলে ৪৮। আর ৩১ বলে ৪৪ করে অপরাজিত থাকেন নাফিস। এর বাদে বলার মত ইনিংস খেলেছিলেন ওপেনিংয়ে নামা লঙ্কান ব্যাটসম্যান সেকুগ্গে প্রসন্ন। ১৯ বলে ৩৩ রানের ঝড়ো এক ইনিংস খেলেন তিনি।



শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: