23 December 2015

নাঙ্গলকোটে মুরগির খামারের বৃষ্টায় পরিবেশ দূষণ


নাঙ্গলকোট প্রতিনিধিঃ নাঙ্গলকোটে এক পোল্ট্রি খামারের মুরগির বৃষ্টায় দূষিত হচ্ছে পরিবেশ। হুমকির মুখে এখন এলাকার সাধারণ মানুষ। এটি উপজেলার আদ্রা ইউপির পুজকরা গ্রামে অবস্থিত সাইফুল ইসলামের মুরগির পোল্ট্রি খামার।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অপরিকল্পিত গড়ে তোলা পোল্ট্রি খামারের চার পাশে মুরগির বৃষ্টাসহ নানা আবর্জনার স্তুপ। যার গন্ধে আশে-পাশে বসবাসরত প্রায় ৫ শতাধিক মানুষের শ্বাসকষ্ট, হাঁপানি, ফুসফুস ক্যানসারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এই নিয়ে এলাকার সচেতন ব্যাক্তিরা কয়েক বার অভিযোগ দেওয়ার পরেও কোন ব্যবস্থা নিচ্ছে না মালিক পক্ষ। যার ফলে এখন হুমকির মুখে ওই এলাকার পরিবেশ।
এ বিষয়ে পোল্ট্রি খামারের পাশে বসবাসরত মাস্টার নুরুল আমিন বলেন, একজন শিক্ষক হিসেবে এই মরগির খামরের পঁচা আবর্জার গন্ধের কারণে ঠিকমতে ঘরে বসে ছাত্র-ছাত্রীদের পরীক্ষার খাতা কাটতে পারছিনা। পাশ্ববর্তি গ্রামে গিয়ে পরীক্ষার কাগজ কাটতে হয়।
আনোয়ার হোসেন নামে আরেক ব্যাক্তি জানান, এই মরগির খামারের পঁচা আবর্জার গন্ধে ঠিকমতে দুইটা ভাত খাইতে পারি না। ভাত খাইলে ভুমি হয়। যার ফলে শিশু থেকে শুরু করে এলাকার সকল পেশার মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
পোল্ট্রি খামারে কর্মরত শ্রমিক মোজাম্মেল বলেন, খামারে কোন মুরগি মারা গেলে মাটিতে পুতে পেলি। মুরগির বৃষ্টাসহ নানা আবর্জনা খামারের সামনের গর্তে পেলি।
এ বিষয়ে অবিযুক্ত ব্যাক্তি খামারের মালিক সাইফুল ইসলাম মুঠোফোনে সাংবাদিকদের বলেন, আপনারা যা পারেন তা লেখেন।
এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: এ এম রেজ্জাকুল হায়দার জানান, স্বাস্থ্য সম্মত খামার করার জন্য পরামর্শ দিচ্ছি। যারা অস্বাস্থ্যকর পরিবেশে খামার করবে তাদের বিরুদ্ধে প্রয়োজনিয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বুধবার উপজেলা স্বাস্থ্য-সেনেটারী ইন্সেপেক্টর এবায়েদুল হক জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি।

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: