নাঙ্গলকোট প্রতিনিধিঃ নাঙ্গলকোটে এক পোল্ট্রি খামারের মুরগির বৃষ্টায় দূষিত হচ্ছে পরিবেশ। হুমকির মুখে এখন এলাকার সাধারণ মানুষ। এটি উপজেলার আদ্রা ইউপির পুজকরা গ্রামে অবস্থিত সাইফুল ইসলামের মুরগির পোল্ট্রি খামার।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অপরিকল্পিত গড়ে তোলা পোল্ট্রি খামারের চার পাশে মুরগির বৃষ্টাসহ নানা আবর্জনার স্তুপ। যার গন্ধে আশে-পাশে বসবাসরত প্রায় ৫ শতাধিক মানুষের শ্বাসকষ্ট, হাঁপানি, ফুসফুস ক্যানসারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এই নিয়ে এলাকার সচেতন ব্যাক্তিরা কয়েক বার অভিযোগ দেওয়ার পরেও কোন ব্যবস্থা নিচ্ছে না মালিক পক্ষ। যার ফলে এখন হুমকির মুখে ওই এলাকার পরিবেশ।
এ বিষয়ে পোল্ট্রি খামারের পাশে বসবাসরত মাস্টার নুরুল আমিন বলেন, একজন শিক্ষক হিসেবে এই মরগির খামরের পঁচা আবর্জার গন্ধের কারণে ঠিকমতে ঘরে বসে ছাত্র-ছাত্রীদের পরীক্ষার খাতা কাটতে পারছিনা। পাশ্ববর্তি গ্রামে গিয়ে পরীক্ষার কাগজ কাটতে হয়।
আনোয়ার হোসেন নামে আরেক ব্যাক্তি জানান, এই মরগির খামারের পঁচা আবর্জার গন্ধে ঠিকমতে দুইটা ভাত খাইতে পারি না। ভাত খাইলে ভুমি হয়। যার ফলে শিশু থেকে শুরু করে এলাকার সকল পেশার মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
পোল্ট্রি খামারে কর্মরত শ্রমিক মোজাম্মেল বলেন, খামারে কোন মুরগি মারা গেলে মাটিতে পুতে পেলি। মুরগির বৃষ্টাসহ নানা আবর্জনা খামারের সামনের গর্তে পেলি।
এ বিষয়ে অবিযুক্ত ব্যাক্তি খামারের মালিক সাইফুল ইসলাম মুঠোফোনে সাংবাদিকদের বলেন, আপনারা যা পারেন তা লেখেন।
এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: এ এম রেজ্জাকুল হায়দার জানান, স্বাস্থ্য সম্মত খামার করার জন্য পরামর্শ দিচ্ছি। যারা অস্বাস্থ্যকর পরিবেশে খামার করবে তাদের বিরুদ্ধে প্রয়োজনিয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বুধবার উপজেলা স্বাস্থ্য-সেনেটারী ইন্সেপেক্টর এবায়েদুল হক জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি।

0 facebook: