নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা নগরীর পূর্বাঞ্চলের ১৬ নং ওয়ার্ড,সংরাইশ,নবগ্রাম,সুজানগর,জগন্নাথপুর সহ বেশ কয়েকটি এলাকায়  ভোর ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্যাস বন্ধ থাকার কারনে  ২২ ডিসেম্বর  সকালে কুমিল্লা ১৬ নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজ সেবক মো: জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কয়েক শতাধীক মহিলা ও পুরুষ লাঠি মিছিল নিয়ে গ্যাসের দাবীতে চাপাপুরে বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিভিশন অফিস ঘেরাও করেন। চুলায় গ্যাস না থাকায় এসব অঞ্চলের মানুষ সকালের নাস্তা ও দুপুরের খাবার খেতে পারেনা ।  এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবক মো: শাহিদ মিয়া।
23 December 2015
Author: নতুন প্রজন্ম কুমিল্লা
কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: