21 October 2015

কুমিল্লা ভিক্টোরিয়ানস্ এর লোগো উন্মোচন (ভিডিও)


বিশেষ প্রতিবেদনঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অন্যতম ফ্যাঞ্চাইজি দল কুমিল্লা ভিক্টোরিয়ানস্ এর লোগো উন্মোচিত হয়েছে। বৃহস্পতিবার রাতে কুমিল্লা ভিক্টোরিয়ানস্ এর ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লোগোটির উন্মোচন করা হয়।
‘জয় অথবা জয়` শ্লোগানে কুমিল্লা ভিক্টোরিয়ানস্ এর ওয়েবপেইজ-সহ ফেসবুক, ইউটিউব, টুইটারে এখন থেকে সব ধরনের আপডেট পাওয়া যাবে। সামাজিক যোগাযোগের মাধ্যমে কুমিল্লা ভিক্টোরিয়ানস্ এর ভক্তরা সবসময় সরাসরি দলটির সঙ্গে সংযুক্ত থাকতে পারবেন।
এছাড়াও ফ্যানদের জন্য কুমিল্লা ভিক্টোরিয়ানস্ নানা ইভেন্ট চালু করেছে। অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে কুমিল্লা ভিক্টোরিয়ানস্ এর সদস্য হওয়ার সুযোগ পাচ্ছেন তারা। বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে ভক্তরা মাঠে বসে খেলা দেখাসহ আইকন খেলোয়াড়ের সঙ্গে ছবি তোলা ও অটোগ্রাফ নিতে পারবেন।
এদিকে অনলাইনে লোগো উন্মোচনের ঘোষণা আসার পর থেকে বেশ আলোচনার সৃষ্টি হয়। সবাই কুমিল্লা ভিক্টোরিয়ানস্ কর্তৃপক্ষকে এজন্য সাধুবাদ জানায়। অনলাইনে লোগো উন্মোচনের ফলে দেশ বিদেশের সকল প্রান্ত থেকে এ শুভক্ষণের সাক্ষী হতে পারে কুমিল্লা ভিক্টোরিয়ানস্ ভক্তরা আনন্দ উল্লাস প্রকাশ করেন।

ভিডিওঃ


শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: