26 October 2015

রংপুর দলে কুমিল্লার রাসেল


বিশেষ প্রতিবেদনঃ বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিমে কুমিল্লার কোন খেলোয়াড় বা কোচ না থাকলেও রংপুর রাইডার্সে খেলবেন কুমিল্লার ছেলে অলরাউন্ডার ও মিডিয়াম পেস বোলার রাসেল আল মামুন। বিপিএলের অলরাউন্ডার খেলোয়াড় তালিকায় ২০ জনের মধ্যে ১৭ নম্বরে থাকা রাসেল আল মামুনকে ‘প্লেয়ার্স বাই চয়েসের’ দিন বেছে নেয় রংপুর রাইডার্স।
জাতীয় লীগে চট্টগ্রাম বিভাগের হয়ে খেলতে চট্টগ্রামে থাকা রাসেল আল মামুন জানান, খুব ইচ্ছা ছিল কুমিল্লার হয়ে খেলা। কিন্তু আমাকে খেলতে হবে রংপুরের হয়ে। বিপিএলে খেলবো এটা ভেবে খুব ভালো লাগছে।
চট্টগ্রাম বিভাগীয় দলে ওয়ান ডাউনে খেলছেন রাসেল। এর আগে তিনি ১০ বছর প্রিমিয়ার লীগে এবং ৬ বছর জাতীয় লীগে খেলেছেন। সেই সাথে খেলেছেন মোহামেডান, পারটেক্স, গাজী ট্যাঙ্ক, ভিক্টোরিয়া ও কলাবাগানের হয়ে।
রাসেল জানান, কুমিল্লার হয়ে খেলার খুবই আগ্রহ ছিল। কুমিল্লার হয়ে খেলতে না পারলেও কুমিল্লার ছেলে হিসেবে কুমিল্লার মানুষের দোয়া চেয়েছেন তিনি।
অলরাউন্ডার রাসেলের বাড়ি কুমিল্লার কাপ্তানবাজারে। তিনি ক্রিকেট কোচ সারওয়ার জাহানের ছোট ভাই। সদ্য বিয়ে করা রাসেল বিএ পাশ করেছেন কুমিল্লা অজিত গুহ কলেজ থেকে।
উল্লেখ্য, বিপিএলের খেলোয়াড় তালিকায় ৩০ নম্বরে ছিলেন ব্যাটসম্যান ফয়সাল হোসেন ডিকেন্স।

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।