মোঃ বশিরুল ইসলাম: প্রতিটি হাসপাতালে অক্সিজেন গুরুত্বপূর্ন । সরকারি হাসপাতাল গুলোতে তো অবশ্যই। মুমূর্ষরোগীদেরকে চিকিৎসা সেবা দিতে অক্সিজেন প্রয়োজন। সার্জারী রোগীদের এবং ডেলিভারী রোগীদের জন্য অক্সিজেন অত্যন্ত জরুরী। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশের অন্যতম একটি হাসপাতাল। এখানে প্রতিদিন শত শত রোগী চিকিৎসা সেবা নিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসে। তাছাড়া ও বৃহত্তর কুমিল্লা তথা চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী ফেনী সহ আশে পাশের উপজেলা থেকে ভাল চিকিৎসা সেবা লক্ষ্যে এখানে আসে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাছাকাছি এই হাসপাতালটি হওয়ায় সকলে এই হাসপাতালটিকে সবচেয়ে বেশি পছন্দ করে। কিন্তু মাঝে মাঝে এই হাসপাতালে বিভিন্ন সমস্যা দেখা দেয়। কিছু দিন পূর্বেই দেখা গেছে পানির সমস্যা বর্তমানে অক্সিজেন সমস্যা তাছাড়া ডাক্তারদের সমস্যা তো আছেই। এখানে প্রায়ই অভিযোগ পাওয়া যায় কিছু ডাক্তার রোগী দেখার পর রোগীকে প্রাইভেট চেম্বারের কার্ড ধরিয়ে দেওয়া হয়।
সরেজমিনে জানা যায়, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত কিছু দিন ধরে অক্সিজেন সমস্যা হয়ে আসছে। রোগীদেরকে সুষ্ঠু চিকিৎসা সেবা দিতে পারছেনা হাসপাতাল কর্তৃপক্ষ। এব্যাপারে অক্সিজেন সাপ্লাই কোম্পানীকে গত ০৩ আগষ্ট অবহিত করার পরেও তেমন কোন অগ্রগতি হচ্ছেনা। ফরিদা নামের এক ডেলিভারী রোগী জানান, আমাকে ডেলিভারী করার কথা ছিল কিন্তু করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। ডাক্তার আমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছে। আমি এখন কি করবো বুঝতে পারছিনা।
হাসপাতালের আর এস আব্দুল আউয়াল সোহেল জানান, হাসপাতালে অক্সিজেন আছে কিন্তু সেই অক্সিজেন আমরা ব্যবহার করতে গেলে রোগীদের সমস্যা হচ্ছে তাই আমরা কোন অপারেশনের কাজ করতে পারছিনা। আর যদি এ অবস্থায় অপারেশনের কাজ করি তাহলে রোগীদের সমস্যা হবে। আমরা কিছু অক্সিজেন ঢাকা থেকে এনে কাজ করার চেষ্টা করছি। অক্সিজেন যারা সাপ্লাই করে তাদেরকে আমরা খবর দিয়েছি তারা আসছে কোথায় সমস্যা অক্সিজেন না লাইনে তা পরীক্ষা করে দেখে বিস্তারিত বলা যাবে।
হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ আলগীর আহমেদ জানান, হাসপাতালের অক্সিজেন সমস্যাটি এই প্রথম দেখা দিয়েছি। আমরা দ্রুত কাছ করার চেষ্টা করছি। অক্সিজেন সাপ্লাইকারীদের খবর দিয়েছি তারা আসছে তাদের সাথে কথা বলে সমস্যা কোথায় এবং কিভাবে সমাধান করা যায় তা নিয়ে কথা বলবো। আশা করি অতি দ্রুত বিষয়টি সমাধান হবে।
0 facebook: