নিজস্ব প্রতিবেদক: কয়েকটি শর্ত সাপেক্ষে প্রস্তাবিত কুমিল্লা বিভাগের অন্তর্ভুক্ত হতে সম্মত হয়েছে চাঁদপুর।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় জেলার জনপ্রতিনিধি, সুশীল সমাজ, ব্যবসায়ি ও সাংবাদিক নেতৃবৃন্দ এসব শর্তের বিষয়গুলো তুলে ধরেন।
সভায় বক্তারা জানান, কুমিল্লাকে বিভাগ করা হলে সব সরকারি দফতরের বিভাগীয় কার্যালয় কুমিল্লায় হতে পারবে না। এর মধ্যে চাঁদপুরের সাথে সম্পৃক্ত দফতরগুলোর বিভাগীয় কার্যালয় চাঁদপুরে করতে হবে। বিশেষ করে আমদানি-রফতানি অধিদফতর, নৌ-অধিদফতর ও বিআইডব্লিউটিএ, ডিআইজি’র কার্যালয়, মৎস্য অধিদফতর, বিভাগীয় স্পেশাল ট্রাইব্যুনাল আদালত চাঁদপুরে স্থাপন করতে হবে।
বক্তারা আরও জানান, পাশাপাশি জেলাতে একটি ইপিজেড, ১টি পাবলিক ও ১টি মেডিকেল কলেজ, ১টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিভাগীয় পর্যটন জোন, হাইটেক পার্ক স্থাপন, একটি পলিটেকনিক্যাল ইনস্টিটউট, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ককে পূর্ণাঙ্গ মহাসড়কে রুপান্তর, মেঘনা নদীর উপর চাঁদপুর-শরীয়তপুর সেতু, ১টি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ করতে হবে। চাঁদপুর রেলপথকে সম্প্রসারিত করে চাঁদপুর-ঢাকা রূট স্থাপন করে রেল যোগাযোগ উন্নীতকরণ, চাঁদপুর-ঢাকা নৌ-রূটে সি-ট্রাক সার্ভিস চলাচল, চাঁদপুরে বিমানবন্দর স্থাপন করতে হবে।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহম্মদ লুৎফুর রহমান, হাজীগঞ্জের উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার, কচুয়ার উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান শিশির, কচুয়া পৌরসভার মেয়র হুমায়ুন কবির প্রধানিয়া, জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক রহিম বাদশা, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মির্জা জাকির, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি আলহাজ জাহাঙ্গির আখন্দ সেলিম, পরিচালক তমাল কুমার ঘোষ প্রমুখ।
0 facebook: