04 October 2015

সংবাদপত্র প্রকাশের ক্ষেত্রে কুমিল্লার ঐতিহ্য


বিশেষ প্রতিবেদনঃ আমাদের অনেকেই হয়ত জানি না সংবাদপত্র প্রকাশের ক্ষেত্রে আমাদের কুমিল্লা জেলার রয়েছে গৌরব উজ্জ্বল ইতিহাস। অষ্টাদশ শতাব্দীতে অর্থাৎ ১৮৬০ সালে ত্রিপুরা জ্ঞান প্রকাশনীনামে কুমিল্লা থেকে প্রথম একটি মাসিক পত্রিকা প্রকাশিত হয়। এরপর ১৮৮৩ সালে সাপ্তাহিক ত্রিপুরা হিতৈষী”, ১৮৭৬ সালে পাক্ষিক ত্রিপুরা”,১৮৯৩ সালে মাসিক ঊষা”, ১৮৯৪ সালে মাসিক হীরা”, এবং ঐ একই সালে সাপ্তাহিক ত্রিপুরা বিকাশপ্রকাশিত হয়অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর শেষকালেই বৃহত্তর কুমিল্লা জেলা থেকে মাসিক, পাক্ষিক ও সাপ্তাহিক মিলিয়ে মোট ছয়টি পত্রিকা প্রকাশিত হয়েছেসেক্ষেত্রে বর্তমানে এই বিংশ শতাব্দীতে এসে কুমিল্লা জেলা সংবাদপত্র সাংবাদিকতার ক্ষেত্রে যে কতটুকু অবদান রেখেছে সেটা বলার অপেক্ষা রাখে না তবে ঐ সব পত্রিকার সবগুলোই যে খুব বেশি দিন স্থায়ি ছিল এমন নয়তবে সাপ্তাহিক ত্রিপুরা হিতৈষী১৮৮৩ সালে মতান্তরে ১৮৯৬ সালে গুরুদয়াল সিংহের সম্পাদনায় প্রথম প্রকাশের পরে পুত্র কমনীয় কুমার সিংহ ও পুত্রের মৃত্যুর পর পুত্রবধু উর্মিলা সিংহ ১৯৪৮ সাল পর্যন্ত এটি চালিয়ে যানসম্ভবত উর্মিলা সিংহই কুমিল্লা জেলার তথা সারা বাংলাদেশের প্রথম মহিলা সম্পাদকসে জন্যই কুমিল্লা জেলা সাংবাদিকতার ক্ষেত্রে ঐতিহ্যের দাবিদার


শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।