02 October 2015

চ্যানেল আইয়ের জন্মদিনে কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজন


হুমায়ূন কবির জীবনঃ বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। ৪১ সালের আগেই এ দেশ উন্নত দেশে পরিণত হবে। এ এগিয়ে যাওয়ার পিছনে মিডিয়ার একটি বিশাল ভূমিকা রয়েছে। সরকারের উন্নয়নমূলক কর্মকা-গুলো মিডিয়ায় প্রচার হওয়ার কারণে জনমনে উৎসাহ বেড়েছে। তারা দ্বিগুণ উৎসাহে কাজ করেছেন। এরই ফলশ্রুতিতে দেশ দ্রুত উন্নয়নের পথে ধাবিত হয়েছে এবং প্রায় সকল ক্ষেত্রে সফলতার হার বেড়েছে। চ্যানেল আই কৃষি, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নমূলক কর্মকা- ফলাও করে প্রচার করেছে। কোনো কোনো ক্ষেত্রে সমালোচনাও করেছে। তবে যৌক্তিক সমালোচনা করেছে। এ চ্যানেল সারা দেশের মতো কুমিল্লাতেও একটি জনপ্রিয় চ্যানেল। এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।
অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তানভির সালেহীন ইমন। তিনি বলেন, চ্যানেল আই হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে এগিয়ে যাচ্ছে। দেশকে নিয়ে যারা ভাবেন তারা পিছিয়ে থাকতে পারেন না। দেশাত্মতা ঈমানেরই অংশ। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত লাল-সবুজের পতাকার সম্মান রক্ষা করা এ দেশের প্রতিটি নাগরিকের জাতীয় দায়িত্ব। চ্যানেল আই এ দেশের মাটি ও মানুষের কথা বলে। এ চ্যানেলের টক শো মুগ্ধ হওয়ার মতো। এ চ্যানেল আগামীতে আরো বেশি জনপ্রিয়তা অর্জন করবে বলে আমার বিশ্বাস।
র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন জেলা সিভিল সার্জন ডা. মুজিব রাহমান, কুমিল্লা দোকান মালিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব শাহ মো: আলমগীর খান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কুমিল্লা অঞ্চলের ট্রাস্টি নির্মল পাল, সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর, নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, কুমিল্লা বিএমএর সভাপতি ডা. গোলাম মহিউদ্দীন দিপু, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড মাহবুবুর রহমান, কুমিল্লা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, শহর বিএনপির সাবেক সভাপতি আবদুর রউফ চৌধুরী ফারুক, কুমিল্লা প্রেস কাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, তরুণ আওয়ামীলীগ নেতা নূর উর রহমান মাহমুদ তানিম, জেলা বিএনপির প্রচার সম্পাদক মোস্তফা জামান, কবি ও সংগঠক ফখরুল হুদা হেলাল, দৈনিক শ্রমিকের সম্পাদক শহিদুল হক সেলিম, কুমিল্লা কালচারাল কমপ্লেক্সের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন সিদ্দিকী, নারীনেত্রী দিলনাশি মোহসেন, স্বেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি আবদুল হাই বাবলু, রোটারী কাব লালমাইয়ের সভাপতি আবুল হোসেন ছোটন, সাবেক কাউন্সিলর কাইয়ুম খান বাবুল, নাট্য ব্যক্তিত্ব হাসিম আপ্পু, বিটিভি কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম রতন, রোটারিয়ান চিত্তরঞ্জন ভৌমিক, কৃষকলীগের সাধারণ সম্পাদক লুৎফুল বারী চৌধুরী হিরু, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বাবু, বাখরাবাদ ঠিকাদার ফোরামের সাধারণ সম্পাদক খোরশেদ আলম সরকার, সমাজসেবক বাবুল পাল, ধনুয়াখোলা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: শামীম হায়দার, সদর দক্ষিণ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক চঞ্চল কুমার ঘোষ, বিএনপি নেতা আতাউর রহমান ছুটি, সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কুমিল্লার সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সাজ্জাদুল কবির সাজ্জাদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. জসিম উদ্দিন, মানবাধিকার কমিশনের সভাপতি ওবায়দুল কবীর মোহন, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পিটার, মানবাধিকার কর্মী মিজানুর রহমান মিলন, ট্যুরিষ্ট ভিশনের সভাপতি বরুন চক্রবর্তী, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, আওয়ামীলীগ নেতা বেল্লাল হোসেন, বৈশাখী সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক হেদায়েত রসুল মুসু, অর্থ সম্পাদক জিয়াউল মোস্তফা রবিন, বাংলাভিশনের কুমিল্লা প্রতিনিধি সাইয়িদ মাহমুদ পারভেজ, আরটিভির কুমিল্লা প্রতিনিধি গোলাম কিবরিয়া, বৈশাখী টিভির কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসেন, মানবজমিনের কুমিল্লা প্রতিনিধি জাহিদ হাসান, ৭১টিভি কুমিল্লা প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক, কুমিল্লার কাগজের প্রধান প্রতিবেদক মোতাহার হোসেন মাহবুব, কবি সৈয়দ আহমদ তারেক, সাহিত্যিক কাজী আলমগীর, ছাত্রদল নেতা রোমান হাসান, ফাহিম আহমেদ, এনামুল হক সবুজ, বদরুল হাসান রাব্বু, নুরুল করিম, মাদকপুনর্বাসন কেন্দ্র আদরের পরিচালক রেজাউল আলম সেলিম, সাংবাদিক কাজী মো: আবু হানিফ, সমতট কাগজ ডট কমের সম্পাদক জামাল উদ্দিন দামাল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন একতাই শক্তির সাধারণ সম্পাদক সাগর, একাতাই শক্তির নেতা রনি, হাসান, ইভানসহ সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক নেতৃবৃন্দ বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
এদিকে কুমিল্লা জেলা পুলিশ সুপার শাহ মো: আবিদ হোসেনের পক্ষে সহকারী পুলিশ সুপার সদর তানভির সালেহীন ইমন ও ডিআইওয়ান মো: মাহবুবুর রহমান চ্যানেল আইয়ের কুমিল্লা প্রতিনিধি আবুল কাশেম হৃদয়কে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান।
পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দৈনিক কুমিল্লার কাগজের নির্বাহী সম্পাদক হুমায়ূন কবির জীবন।

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।