02 October 2015

"কুমিল্লা ভিক্টোরিয়ান্সের" আপডেট চলতি সপ্তাহে


বিশেষ প্রতিবেদনঃ বাংলাদেশ প্রিমিয়ার লীগে নেয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিমের আপডেট আসছে চলতি সপ্তাহে। ঈদের ছুটির পর টিমটির কর্ণদ্বাররা আবার পুরো দমে কাজ শুরু করবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে সাজাতে। কুমিল্লা লিজেন্ডস লিমিটেডের চেয়ারম্যান নাফিসা কামালও আমেরিকা থেকে দেশে ফিরছেন শুক্রবার রাতে।
এ দিকে কুমিল্লাবাসীর দীর্ঘ দিনের আকাঙ্খা পূরণে এবং কুমিল্লাকে ক্রিকেটাঙ্গনে আরো বেশি করে পরিচিত করতে বাংলাদেশ প্রিমিয়ার লীগের নেয়া ‘কুমিল্লা ভিক্টোরিয়ান্স’ টিমকে স্বাগত জানিয়েছে কুমিল্লার মানুষ। বলেছে ‘ওয়েলকাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স’। বৃহস্পতিবার বিকালে কুমিল্লা টাউন হল মাঠে ‘কুমিল্লা ভিক্টোরিয়ান্স’ টিমকে স্বাগত জানায় কুমিল্লা বিশিষ্টজনরা।
এ সময় কুমিল্লা বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ ‘কুমিল্লা ভিক্টোরিয়ান্স’ টিমকে ‘ওয়েলকাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স’ বলে স্বাগত জানায়। দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়ের আহবানে সাড়া দিয়ে কুমিল্লার বিশিষ্ট ব্যক্তিবর্গ কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে স্বাগত জানায়।
কুমিল্লা লিজেন্ডস লিমিটেডের চেয়ারম্যান নাফিসা কামাল দৈনিক কুমিল্লার কাগজকে বৃহস্পতিবার জানান, ঈদের ছুটির কারণে এ কয়েকদিন তেমন কাজ হয় নি। তবে আগামী সপ্তাহে পুরো দমে আবার কাজ শুরু হবে ইনশাল্লাহ।
নাফিসা কামাল শুক্রবার আমেরিকা থেকে দেশে ফেরার কথা রয়েছে। ঈদের আগে তিনি আমেরিকায় যান। আমেরিকার বোষ্টনে উচ্চ শিক্ষা নিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, রয়্যাল স্পোটিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাফিসা কামাল সিলেট রয়েলের পরিবর্তে কুমিল্লা ভিক্টোরিয়ান্স নামে ফ্যাঞ্চাইজি নিয়েছেন। প্রতিষ্ঠিত করেছেন কুমিল্লা লিজেন্ডস লিমিটেড নামে একটি কোম্পানী। কুমিল্লা লিজেন্ডস লিমিটেডের চেয়ারম্যান আইসিসির সাবেক সভাপতি ও পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এর মেয়ে কাশফি কামাল ।
আগামী ২৪ নভেম্বর শুরু হতে যাচ্ছে এ টুর্নামেন্ট। ছয়টি দল নিয়েই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরটি অনুষ্ঠিত হবে।

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।