আবুল কাশেম হৃদয়ঃ কুমিল্লা বিভাগের সাথে থাকতে আপত্তি জানিয়েছে নোয়াখালী জেলা। নোয়াখালী না থাকলে কুমিল্লা বিভাগের সাথে থাকবে না লক্ষিপুরও। নোয়াখালীর দাবি আলাদা বিভাগ অথবা চট্টগ্রাম বিভাগের সাথে থাকতে। বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রীপরিষদ বিভাগে অনুষ্ঠিত সুপারিশ প্রণয়ন সংক্রান্ত কমিটির সভায় নোয়াখালীর জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস নোয়াখালীর জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের মতামত রেজুলেশন দিয়ে জানান। ঐ রেজুলেশনে স্থানীয় জনগণের মতামত তুলে ধরা হয়।
বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালীর জেলা সমূহকে নিয়ে প্রশাসনিক বিভাগ গঠনের জন্য গঠিত হয় এ সুপারিশ প্রণয়ন সংক্রান্ত কমিটি। ১৯ সদস্যের এ কমিটির প্রথম সভা এটি।
বৈঠকে মন্ত্রী পরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো: নজরুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে কমিটির সদস্য সচিব একই বিভাগের জেলা ও মাঠ প্রশাসনের যুগ্মসচিব সাইদুর রহমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র জানায়, নোয়াখালী জেলার আপত্তি থাকলেও কুমিল্লা বিভাগ যে হবে এবং এর হেডকোয়াটার যে কুমিল্লা তাতে কোন সন্দেহ নাই। নোয়াখালী না থাকলেও বিভাগ হবে।
সূত্র জানায়, যদি নোয়াখালী ও লক্ষিপুর জেলা কুমিল্লা বিভাগে আসে তাহলে হেডকোয়াটার কোথায় হবে তা নিয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে হেডকোয়াটার হতে পারে চৌদ্দগ্রাম অথবা লাকসাম বলে মতামত আসে। কিন্তু হেডকোয়াটার যে কুমিল্লা এবং তা কুমিল্লার পদুয়ার বাজারের ট্রমা সেন্টারের জন্য নির্ধারিত জমি অথবা চশতিয়া টেক্সটাইলের কাছে গণপূর্তের ইটের ভাটার জমিতে করার সম্ভাব্য প্রস্তাব দেয়া হয়। সভায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে বিভাগীয় কার্যালয় করার বিষয়টি গুরুত্ব পায়।
বৈঠক সূত্র জানায়, প্রথম সভায় এসব নানা বিষয় নিয়ে আলোচনা হলেও কোন কিছুই এখনও চূড়ান্ত হয় নি। এটি একটি প্রাথমিক আলোচনা মাত্র।
0 facebook: