নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলের তৃতীয় আসরের তোড়জোড় শুরু করেছে বিসিবি। প্রায় শেষের দিকে বিপিএলের ফ্রাঞ্চাইজি বিক্রয়ের কার্যক্রম। এরই মাঝে ফ্রাঞ্চাইজি পাওয়ার জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করেছে এর আগে সিলেট রয়্যালস নামে দল পরিচালনা করা লোটাস কামাল গ্রুপ। তবে এবারের আসলে বদলে যেতে পারে তাদের ফ্রাঞ্চাইজির নাম। সিলেটের পরিবর্তে কুমিল্লা লিজেন্ডস নামে দল পরিচালনা করতে আগ্রহী তারা। আর এ ব্যাপারে বিসিবির সবুজ সংকেতও পেয়েছেন। বিপিএল’র প্রথম ২টি আসরে সিলেট রয়্যালসের সঙ্গে যুক্ত থাকায় এই ফ্রাঞ্চাইজির বকেয়া ৬ কোটি ৯৫ লাখ টাকা পরিশোধ করে এবার নুতন নামে ফ্রাঞ্চাইজি পেতে চাইছেন বিসিবি ও আইসিসি’র সাবেক সভাপতি এবং পরিকল্পনামন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল এফসিএ’র মেয়ে সিলেট রয়্যালসের চেয়ারপার্সন নাফিসা কামাল। একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে এ তথ্য দিয়েছেন তিনি- ‘বাবা বলেছেন, আমরা ফ্রাঞ্চাইজি পাব। সিলেট না কুমিল্লার হয়ে ফ্রাঞ্চাইজি নিব, এটা নিয়ে ভাবছি। কুমিল্লা নিতে আগ্রহী আমরা। তা পেলে নাম হবে কুমিল্লা লিজেন্ডস।’ বিপিএল থ্রি তে নিজেদের ম্যাচে ব্যাপক দর্শক উপস্থিতি নিশ্চিত করতে টিকিটের স্বত্তও দাবি করেছেন তিনি- ‘আমার দলের ম্যাচের টিকিট সত্ত নিতে চাই।’ প্লেয়াার্স বাই চয়েজ ফর্মুলায় চাইলেই পছন্দের ক্রিকেটার নেয়া সম্ভব নয়। তারপরও অস্ট্রেলিয়ার দুই টি-২০ স্পেশালিস্ট ম্যাক্সওয়েল এবং শেন ওয়াটসনের সঙ্গে ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেনকে পেতে চাইছেন তিনি। আর কোচ হিসেবে তার পছন্দ পাকিস্তান লিজেন্ডারী ওয়াসিম আকরাম। ঘরোয়া টি-টোয়েন্টি আসরগুলোর অন্যতম জনপ্রিয় এই মুখগুলো যদি শেষ পর্যন্ত বিপিএলে আসেন তবে তা বাংলাদেশের ক্রিকেটপ্রেমী ও ক্রিকেটারদের জন্য হবে দারূণ এক ঘটনা!
কুমিল্লা লিজেন্ডস-এ থাকবেন ম্যাক্সওয়েল, ওয়াটসন, আকরাম!
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলের তৃতীয় আসরের তোড়জোড় শুরু করেছে বিসিবি। প্রায় শেষের দিকে বিপিএলের ফ্রাঞ্চাইজি বিক্রয়ের কার্যক্রম। এরই মাঝে ফ্রাঞ্চাইজি পাওয়ার জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করেছে এর আগে সিলেট রয়্যালস নামে দল পরিচালনা করা লোটাস কামাল গ্রুপ। তবে এবারের আসলে বদলে যেতে পারে তাদের ফ্রাঞ্চাইজির নাম। সিলেটের পরিবর্তে কুমিল্লা লিজেন্ডস নামে দল পরিচালনা করতে আগ্রহী তারা। আর এ ব্যাপারে বিসিবির সবুজ সংকেতও পেয়েছেন। বিপিএল’র প্রথম ২টি আসরে সিলেট রয়্যালসের সঙ্গে যুক্ত থাকায় এই ফ্রাঞ্চাইজির বকেয়া ৬ কোটি ৯৫ লাখ টাকা পরিশোধ করে এবার নুতন নামে ফ্রাঞ্চাইজি পেতে চাইছেন বিসিবি ও আইসিসি’র সাবেক সভাপতি এবং পরিকল্পনামন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল এফসিএ’র মেয়ে সিলেট রয়্যালসের চেয়ারপার্সন নাফিসা কামাল। একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে এ তথ্য দিয়েছেন তিনি- ‘বাবা বলেছেন, আমরা ফ্রাঞ্চাইজি পাব। সিলেট না কুমিল্লার হয়ে ফ্রাঞ্চাইজি নিব, এটা নিয়ে ভাবছি। কুমিল্লা নিতে আগ্রহী আমরা। তা পেলে নাম হবে কুমিল্লা লিজেন্ডস।’ বিপিএল থ্রি তে নিজেদের ম্যাচে ব্যাপক দর্শক উপস্থিতি নিশ্চিত করতে টিকিটের স্বত্তও দাবি করেছেন তিনি- ‘আমার দলের ম্যাচের টিকিট সত্ত নিতে চাই।’ প্লেয়াার্স বাই চয়েজ ফর্মুলায় চাইলেই পছন্দের ক্রিকেটার নেয়া সম্ভব নয়। তারপরও অস্ট্রেলিয়ার দুই টি-২০ স্পেশালিস্ট ম্যাক্সওয়েল এবং শেন ওয়াটসনের সঙ্গে ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেনকে পেতে চাইছেন তিনি। আর কোচ হিসেবে তার পছন্দ পাকিস্তান লিজেন্ডারী ওয়াসিম আকরাম। ঘরোয়া টি-টোয়েন্টি আসরগুলোর অন্যতম জনপ্রিয় এই মুখগুলো যদি শেষ পর্যন্ত বিপিএলে আসেন তবে তা বাংলাদেশের ক্রিকেটপ্রেমী ও ক্রিকেটারদের জন্য হবে দারূণ এক ঘটনা!