নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা ময়নামতি সেনানিবাসের আভ্যন্তরে অলিপুর এলাকায় একটি কালভার্টের কাছ থেকে রোববার রাতে পুলিশ সোহাগী (১৮) নামে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে।
নিহতের পরিবার সুত্র জানায়,ময়নামতি সেনানিবাস এলাকায় বসবাস করা কুমিল্লা ময়নামতি ক্যান্ট বোর্ডের চাকুরীজীবি ইয়ার হোসেনের মেয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের ডিগ্রী শাখার ছাত্রী সোহাগী পরিবারের অস্বচ্ছলতার কারনে বাসার নিকটবর্তী অলিপুর গ্রামে প্রাইভেট পড়িয়ে লেখাপড়ার খরচ চালিয়ে আসছিল।
২০ মার্চ রোববার বিকেল সাড়ে ৫ টায় প্রতিদিনের মতো সে ঘর থেকে প্রাইভেট পড়াতে বের হয়। বাসায় ফিরতে দেরী দেখে পরিবারের সদস্যরা তার সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হলে বিভিন্নস্থানে সোহাগীর খোঁজখবর নেওয়া শুরু করে। যে বাসায় প্রাইভেট পড়াতো সেখানেও খোজঁ নিয়ে জানতে পারে সন্ধ্যা সাড়ে ৭ টায় সেখান থেকে চলে আসে। পরবর্তীতে বিভিন্নস্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত সাড়ে ১০ টায় ময়নামতি সেনানিবাসের ভিতর কালো পানির ট্যাংক সংলগ্ন একটি কালভার্টের পাশে ঝোপের ভিতর সোহাগীর লাশ পড়ে থাকতে দেখে। সেখান থেকে উদ্ধার করে প্রথমে ময়নামতি সিএমএইচ হাসপাতাল ও পড়ে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় সুত্র আরো জানায়, নিহতের নাকে আঘাতের কারনে রক্ত বের হচ্ছিল। চুল এলোমেলো ছিল। সাথে থাকা মোবাইল ফোন পাশেই পড়ে থাকা অবস্থায় পুলিশ উদ্ধার করেছে। এব্যাপারে স্থানীয় পুলিশের সাথে বারবার যোগাযোগ করা হলেও পুলিশ কোন তথ্য জানাতে রাজি হয়নি।
0 facebook: