13 February 2016

বুড়িচং থানাধীন ময়নামতির নাজিরা বাজার করিমাবাদ সড়কের বেহাল দশা


বিশেষ প্রতিবেদনঃ ঢাকা‬ চট্টগ্রাম মহা সড়কের সাথে সংযুক্ত নাজিরা বাজার হতে করিমাবাদ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা সংস্কারের অভাবে চলাচলের অনুপোযোগী হয়ে পরেছে। বিভিন্ন স্থানে বড় বড় গর্ত অার ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে চলাচল করতে পথচারি ও যাত্রীদের পোহাতে হয় চরম দুর্ভোগ। ঘনবসতিপূর্ণ এ এলাকাটিতে প্রতিদিন প্রায় হাজারো মানুষের যাতায়াত করতে হয় এই পথে। সামান্য বৃষ্টিপাতে রাস্তার গর্তে পানিজমে চলাচলকারি যানবাহনকে হতে হয় প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার। রুগি ও বৃদ্ধ নিয়ে যাতায়াত করা দুরহ হয়ে পরছে দিন দিন। তাই এলাকার মানুষের দু:খ দুর্দশার কথা চিন্তা করে সংশ্লিষ্ঠ মহল ,স্থানীয় জনপ্রতিনিধি ও এম পি মহোদয়ের নিকট উক্ত গুরুত্বপূর্ণ সড়কটি জরুরী ভীত্তিতে মেরামতের জন্য এলাকাবাসী দৃষ্টি অাকর্ষন করছেন।

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: