নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডের বিলাস হোটেল থেকে আজ বৃহস্পতিবার মিজানুর রহমান নামে এক ভুয়া কর্ণেলসহ ৩জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি)পুলিশ।ডিবি পুলিশ সুত্রে জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১০ টায় এসআই মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম ও এসআই মোঃ সহিদুল ইসলাম এর নেতৃত্বে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডের বিলাস হোটেলের মধ্যে অভিযান চালিয়ে ঢুলিপাড়ার মনিরুজ্জামান এর ছেলে মোঃ মিজানুর রহমান ওরফে কর্নেল মিজান, বরুড়া উপজেলার কাসেড্ডা গ্রামের মোঃ সিরাজুল ইসলমের ছেলে কবির হোসেন, চাঁদপুর জেলার বঘরাবাজার থানার মৃত খোকন মিয়া স্ত্রী মোসাঃ ছামিয়া আক্তার গ্রেফতার করে। পরে তল্লাশি চালিয়ে আসামীদের হেফাজত হইতে বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থার একাদিক নিয়োগপত্রসহ কিছু প্রতারণামূলক কাগজপত্র উদ্ধার করে জব্দ করে।এসআই শাহ কামাল আকন্দ পিপিএম জানান, সদর দক্ষিণ উপজেলার মনিরুজ্জামান এর ছেলে মোঃ মিজানুর রহমান নিজেকে কর্ণেল পরিচয়ে পুলিশের চোঁখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণামূলক কর্মকান্ড করে আসছিল এবং তার বিরুদ্ধে সাধারন মানুষ ভুয়া নিয়োগপত্র দিয়ে মোটা আংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে- মিজানুর রহমান ওরফে কর্নেল মিজানসহ প্রতারক চক্রের কয়েকজন পদুয়ার বাজার বিশ্বরোডের বিলাস হোটেলে অবস্থান করছে। পরে হোটেলের ২য় তলায় ১১৪ নং কক্ষে অভিযান পরিচালনা করে ভুয়া কর্ণেল মিজানসহ তার দুই সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।কুমিল্লার ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করা হয়েছে।
11 February 2016
Author: নতুন প্রজন্ম কুমিল্লা
কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।
0 facebook: