মাসুক হেলালের জন্ম ১৯৬২ সালের ২ ফেব্রুয়ারী কুমিল্লার বড়ুরা থানার গোহালিয়ায় পড়াশুনা করেছেন কুমিল্লা কোটবাড়ির ল্যাবরেটরী স্কুলে। পরবর্তীতে চিত্রকলা নিয়ে ঢাকা চারুকলায় পড়াশুনা করেছেন।
পেশা জীবনের শুরু হয় সংবাদ পত্রিকায় ১৯৮২ সালে। এরপরে ইত্তেফাকে, বিচিত্রা এবং বিচিন্তায় কাজ করেছেন। পরে জনকণ্ঠে কাজ করেছেন বহুদিন। বর্তমানে প্রথম আলোয় সিনিয়র শিল্পী হিসেবে কাজ করছেন।
0 facebook: