31 March 2017

কুসিক নির্বাচনে ২৭ ওয়ার্ডে কাউন্সিলর হলেন যারা


কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডে আওয়ামী লীগের ১১জন ও বিএনপির ছয়জন প্রার্থী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এছাড়া পাঁচজন স্বতন্ত্র প্রার্থী ও জামায়াতে ইসলামি পন্থী তিনজন প্রার্থী কাউন্সিলর পদে জয়ী হয়েছেন। দুইটি ওয়ার্ডের একটি করে কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত থাকায় পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ হয়নি।
অন্যদিকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে চারটিতে আওয়ামী লীগ, দুটিতে বিএনপি ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। দুটি ওয়ার্ডের একটি করে কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত থাকায় ফলাফল ঘোষণা করা হয়নি।
আজ বৃহস্পতিবার রাত ১০ টায় রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল ওই ফল ঘোষণা করেন।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে বিজয়ীরা হলেন- ১নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর কাজী গোলাম কিবরিয়া, ২নং ওয়ার্ডে আওয়ামী লীগের মাসুদুর রহমান মাসুদ, ৩নং ওয়ার্ডে আওয়ামী লীগের সরকার মাহমুদ জাবেদ, ৪নং ওয়ার্ডে স্বতন্ত্র মো. আবদুল জলিল, ৫নং ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী সৈয়দ আবির আহমেদ, ৬নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর মোশাররফ হোসেন, ৭নং ওয়ার্ডে আওয়ামী লীগের শাহ আলম খান, ৮নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর মো. একরাম হোসেন বাবু, ৯নং ওয়ার্ডে আওয়ামী লীগের জমির উদ্দিন খান জম্পী, ১০নং ওয়ার্ডে স্বতন্ত্র মনজুর কাদের মনি, ১১নং ওয়ার্ডে আওয়ামী লীগের হাবিবুর আল আমিন সাদী, ১২নং ওয়ার্ডে স্বতন্ত্র মো. ইমরান বাচ্চু, ১৩নং ওয়ার্ডে বিএনপির শাখাওয়াত উল্লা, ১৪নং ওয়ার্ডে বিএনপির মো. সেলিম খান, ১৫নং ওয়ার্ডে বিএনপির সাইফুল বিন জলিল, ১৬নং ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী জাহাঙ্গীর হোসেন বাবুল, ১৭নং ওয়ার্ডে আওয়ামী লীগের মো. সোহেল, ১৮নং ওয়ার্ডে স্বতন্ত্র আফসান মিয়া, ১৯নং ওয়ার্ডে বিএনপির মো. জাকির হোসেন, ২০নং ওয়ার্ডে বিএনপির মো. সিদ্দিকুর রহমান, ২১নং ওয়ার্ডে ফলাফল স্থগিত, ২২নং ওয়ার্ডে বিএনপির শাহ আলম মজুমদার, ২৩নং ওয়ার্ডে আওয়ামী লীগের আলমগীর হোসেন, ২৪নং ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী ফজল খান, ২৫নং ওয়ার্ডে স্বতন্ত্র এমদাদুউল্লাহ, ২৬নং ওয়ার্ডে আওয়ামী লীগের আবদুস সাত্তার ও ২৭নং ওয়ার্ডে ফলাফল স্থগিত।
সংরক্ষিত কাউন্সিলর পদে বিজয়ীরা হলেন- ১নং ওয়ার্ডে আওয়ামী লীগের কাউছারা বেগম সুমি, ২নং ওয়ার্ডে স্বতন্ত্র নাদিয়া নাসরিন, ৩নং ওয়ার্ডে আওয়ামী লীগের উম্মে কুলসুম, ৪নং ওয়ার্ডে বিএনপির রুমা আক্তার, ৫নং ওয়ার্ডে আওয়ামী লীগের নূরজাহান আলম পুতুল, ৬নং ওয়ার্ডে বিএনপির নেহার বেগম, ৭নং ওয়ার্ডে ফলাফল স্থগিত, ৮নং ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী খোদেজা বেগম ও ৯নং ওয়ার্ডে ফলাফল স্থগিত।
সুত্রঃ ঢাকাটাইমস

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: