11 July 2016

ঈদের আমেজ ছিল না তনুর পরিবারে


কুমিল্লা রিপোর্ট২৪ ডেস্কঃ ঈদ মানেই আনন্দ। সবাই আনন্দের সঙ্গেই পালন করে পবিত্র ঈদুল ফিতর। কিন্তু ঈদে সেই আনন্দের আমেজ নেই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রী নিহত সোহাগী জাহান তনুর পরিবারে। প্রতিবার তারা সেনানিবাসের বাসায় ঈদ পালন করলেও এবার করেছেন গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামে।
শুক্রবার সন্ধ্যায় তনুর বাবা ইয়ার হোসেন বলেন, বাবা- আমাদের কিসের  ঈদ-চাঁদ? এবার তনু নেই। সে না থাকায় তার বড়ভাই নাজমুল হোসেনও ঢাকা থেকে বাড়িতে আসেনি। ভাই বাড়ি আসলে তনু তার গলা জড়িয়ে ধরতো। বোনের অনুপস্থিতিতে খারাপ লাগবে তাই সে বাড়িতে আসেনি।
ঈদের দিন তনুর বাবা আর ছোটভাই আনোয়ার হোসেন ঈদের নামাজ পড়েছেন গ্রামের বাড়ির মসজিদে। আছরের নামাজের পর বিকালে তনুর কবর জিয়ারত করেছেন।
তনুর মা আনোয়ারা বেগম বলেন, ১০ বছর পর গ্রামের বাড়িতে ঈদ করছি। তনু নেই, তবু সবার মুখে তনুকে নিয়ে জিজ্ঞাসা। আত্মীয়-স্বজন যারাই ঈদ উপলক্ষে আমাদের বাড়িতে এসেছে সবাই তনুর বিচার নিয়ে জানতে চেয়েছে। বড় ছেলে নাজমুল বাড়ি না আসায় আর মেয়ে তনুর মৃত্যুতে আমার চারদিক খালি খালি লাগে।
ঈদের টুকটাক রান্না করেছে আমার ছোট বোন সাজেদা বেগম। আত্মীয়-স্বজন কারও বাড়ি যাইনি। তারাই এসেছেন তনুর বিষয়ে জানতে। তনুর চা বাগানে তোলা শেষ ছবিটি মানুষ দেখতে চেয়েছে। তনুর দাদার শরীর ভালো না। তিনিও মাঝে তনুর কথা জানতে চান। বড় ছেলে নাজমুলকে বলেছি দাদাকে দেখে যেতে। সে আসলে দুই তিনদিন পর আমরা সেনানিবাসের বাসায় চলে যাবো।
সেনানিবাসের বাসায় অন্য ঈদের দিন তনু নানা ধরনের খাবার তৈরি করতো। কেক, সমুচা, হালিম, নুডুলস, মাংসের কাবাব, ডিম পিঠা তার পছন্দের ছিল। তনুর বাবার পছন্দ কাচ্চি বিরিয়ানি, তনু সেটিও রান্না করতো বলে জানান তনুর মা।
উল্লেখ্য, গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের বাসার পাশের একটি জঙ্গল থেকে তনুর মরদেহ উদ্ধার করা হয়। ২১মার্চ কুমিল্লা মেডিক্যাল কলেজে তার প্রথম ময়নাতদন্ত করেন ডা. শারমিন সুলতানা। ওই দিন অজ্ঞাতদের আসামি করে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন তনুর বাবা ক্যান্টনমেন্ট বোর্ড অফিস সহায়ক ইয়ার হোসেন। গত ৩০ মার্চ দ্বিতীয় দফায় ময়নাতদন্তের জন্য তনুর লাশ জেলার মুরাদনগরের মির্জাপুর গ্রামের কবর থেকে উত্তোলন ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। গত ৪ এপ্রিল দেওয়া হয় প্রথম ময়নাতদন্ত প্রতিবেদন। ওই প্রতিবেদনে তনুকে হত্যা ও ধর্ষণের আলামত না থাকায় সমালোচনার মুখে পড়ে ফরেনসিক বিভাগ। গত ১৬ মে তনুর কাপড়ে ৩ পুরুষের শুক্রাণু পাওয়া যাওয়ার খবর সিআইডি থেকে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর আবারও আলোচনায় উঠে আসে প্রথম ময়নাতদন্তের প্রতিবেদন। প্রথম ময়নাতদন্ত প্রতিবেদন এবং ডিএনএ প্রতিবেদনের এমন গরমিল তথ্যে ঝুলে যায় ২য় ময়নাতদন্ত প্রতিবেদন। ডিএনএ প্রতিবেদন আদালতের নির্দেশে ফরেনসিক বিভাগে হস্তান্তরের পর ১২ জুন ২য় ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। সেটি নিয়েও তৈরি হয় বিতর্ক।

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: