20 June 2016

তনুর বাবাকে গাড়ি চাপা দেয়ার চেষ্টার অভিযোগ মায়ের (ভিডিও)


কুমিল্লা রিপোর্ট২৪ ডেস্কঃ কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুর বাবা এয়ার হোসেনকে গাড়ি ও মোটর সাইকেল চাপা দেয়ার চেষ্টার অভিযোগ করেছেন তনুর মা আনোয়ারা বেগম। তিনি আরো অভিযোগ করেন, তার স্বামী এয়ার হোসেনকে তনু হত্যার বিষয়ে কথা বলতে নিষেধ করা হয়েছে। 

রবিবার দুপুরে কুমিল্লার কান্দিরপাড় পূবালী চত্বরে মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখার সময় তিনি এ অভিযোগ করেন। তনু হত্যার তিন মাস পূর্তি উপলক্ষে কুমিল্লা গণজাগরণ মঞ্চের উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে তনুর মা আনোয়ারা বেগম, ভাই আনোয়ার হোসেন রুবেল, কুমিল্লা গণজাগরণ মঞ্চের মুখপাত্র আবুল কাশেম হৃদয়, গণজাগরণ মঞ্চের মুখপাত্র খায়রুল আনাম রায়হান, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির কুমিল্লার সাধারণ সম্পাদক পরেশ কর, মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন বাবুল প্রমুখ। 
সমাবেশে তনুর মা আনোয়ারা বেগম বলেন, গত ২৬ মে সিআইডির কর্মকর্তারা যখন একটি সংস্থার কার্যালয়ে তনুর লাশ পাওয়ার সময় আলামত সংগ্রহকারী তিন জনকে জিজ্ঞাসাবাদ করে সে দিন রাত ৮টার দিকে কুমিল্লা ক্যান্টনম্যান্ট বোর্ডে ডিউটি শেষ করে তনুর বাবা এয়ার হোসেন ফিরছিল। তনুর বাবা এয়ার হোসেন তনুর লাশ পাওয়ার স্থান দিয়ে আসার সময় ‘কুমিল্লা সেনানিবাস’ লেখা একটি বাস প্রচন্ড গতিতে এসে তাকে ধাক্কা দেয়ার চেষ্টা করে।
তিনি বলেন, তনুর বাসা রাস্তার পাশে দ্রুত চলে গেলে রক্ষা পান। এর কিছুক্ষণ পর দুই জন আরোহীর একটি মোটর সাইকেল তনুর বাবাকে ধাক্কা দেয়ার চেষ্টা করে। এ সময় তিনি রাস্তা পাশে খাদে পড়ে রক্ষা পান।
উল্লেখ্য কুমিল্লা সেনানিবাসের অলিপুরের কাছে পাহাড় হাউসের জঙ্গলে তনুর লাশ পাওয়া যায় গত ২০ মার্চ। আর গত ২৬ মে ছিল তনু হত্যা মামলার তদন্তের দৃশ্যত: শেষ তৎপরতা।  
তনুর মা আনোয়ারা বেগম যখন কান্না জর্জরিত কণ্ঠে বক্তব্য রাখছিলেন তখন কান্দিরপাড় পূবালী চত্বর এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায় এবং পথচারীরা রাস্তা দাড়িয়ে, যানবাহন থামিয়ে তার বক্তব্য শুনে। 
সমাবেশে কুমিল্লা গণজাগরণ মঞ্চের মুখপাত্র আবুল কাশেম হৃদয় বলেন, গত তিন মাসে দেশব্যাপী তীব্র আন্দোলনের পরও তনু হত্যাকারীদের চিহ্নিত করা যায় নি। এতে দেশের মানুষ মনে করছে রাষ্ট্র বধির হয়ে গেছে। গণমানুষের কন্ঠস্বর রাষ্ট্রে কাছে পৌঁছাতে পারছে না। এটি বিশ্বয়কর। তনু হত্যাকারীদের ডিএনএ মেলাতে সন্ধিগ্ধদের ডিএনএ পরীক্ষার করা সুযোগ করে দেয়ার দাবি জানাচ্ছি। 


শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: