08 November 2015

অন্বেষণ পাঠশালায় রোটারি ক্লাব কর্তৃক ওয়াটার ফিল্টার এবং বুক শেলফ প্রদান


নিজস্ব প্রতিবেদকঃ গতকাল বিকালে দৌলতপুর রেলগেইট সংলগ্ন অন্বেষণ পাঠশালায় রোটারি ক্লাব কর্তৃক  একটি ওয়াটার ফিল্টার, একটি বুক শেলফ এবং নগদ চার হাজার টাকা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের প্রেসিডেন্ট কাইশিক আহামেদ, কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান সহ শহরের বিশিষ্ট ডাক্তার এবং গুনী ব্যক্তিগণ। এ সময় তাঁরা বিভিন্ন অনুপ্রেরণামুলক গল্প, আড্ডা আর উপদেশের মাধ্যমে বাচ্চাদের সাথে সময় কাটান। 


এ সম্পর্কে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বলেন, সমাজের সুবিধা বঞ্চিত ও পথ শিশুদের নিয়ে অন্বেষণের এই কার্যক্রমে আমরা সামান্য অবদান রাখতে পেরে খুবই খুশী। ভবিষ্যতেও আমরা অন্বেষণের কার্যক্রমে পাশে থাকব।
এ সম্পর্কে অন্বেষণের যুগ্ন সম্পাদক ইমতিয়াজ আহমেদ মিজান বলেন, সবার আন্তরিক প্রচেষ্টায় এগিয়ে চলছে আমাদের অন্বেষণ পাঠশালা। পাঠাশালায় বাচ্চাদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি তাদের স্বাস্থ্য এবং পুষ্টির প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। সেই সাথে হাতের নখ ছোট রাখা, পরিষ্কার জামা-কাপড় পড়া, বিশুদ্ধ পানি পান করা এবং শুদ্ধ কথা বলার অভ্যাস গড়ে তোলার উপর যথেষ্ট গুরুত্ব দেয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ রোটারি ক্লাবের সহযোগীতায় পাঠশালায় যুক্ত হলো একটি "ওয়াটার ফিল্টার" এবং একটি "বুক শেলফ"। আমাদেরকে সহযোগীতা করার জন্য রোটারি ক্লাবকে ধন্যবাদ। 


উল্লেখ্য অন্বেষণ একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবি সংগঠন। "অন্বেষণ" বিগত ২ বছর যাবত সমাজের সুবিধা বঞ্চিত ও পথ শিশুদের  নিয়ে কাজ করে আসছে ।       

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: