04 November 2015

কুমিল্লার প্রতি কৃতজ্ঞতা মাশরাফির


কুমিল্লা রিপোর্ট২৪ ডেস্কঃ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান নাফিসা কামাল গত ২২ অক্টোবর ‘প্লেয়ার বাই চয়েস’-এর মাধ্যমে রঙিন পোশাকের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে বেছে নেন। এরপর থেকেই দলের বিভিন্ন পরিকল্পনায় নিয়মিত উপস্থিত ছিলেন তিনি। অবশ্য আগেই জানা ছিল কুমিল্লায় ভিক্টোরিয়ান্সের অধিনায়কের দায়িত্ব পালন করবেন তিনিই।
তবে বুধবার আনুষ্ঠানিকভাবে কুমিল্লার পক্ষ থেকে মাশরাফিকে অধিনায়কের দায়িত্ব দেওয়ার ঘোষণা আসে। এ সময় দলটির চেয়ারম্যান নাফিসা কামাল দলের দায়িত্ব তুলে দেন মাশরাফির হাতে।
অধিনায়কত্ব পেয়ে মাশরাফি তার বক্তব্যের শুরুতেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান নাফিসা কামালকে ধন্যবাদ জানান। পরে বলেন, ‘প্রথমবারের মতো কুমিল্লা বিপিএলে এসেছে। তারা আমাকে অধিনায়ক মনোনীত করেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। প্রফেশনাল ক্রিকেটার হিসেবে কুমিল্লার হয়ে সেরা খেলার চেষ্টা করবো।’
তিনি আরও যোগ করেন, ‘লটারি হওয়ার কারণে পছন্দমতো খেলোয়াড় হয়তো নেওয়া সম্ভব হয়নি। তারপরও দল হিসেবে আমার যথেষ্ট ভালো। এই দল নিয়েই আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে।’
এ ছাড়া আগামী বছর ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিপিএল তৃতীয় আসরকে গুরুত্বপূর্ণ মনে করছেন মাশরাফি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিপিএলে প্রত্যেকটি দলেই জাতীয় দলের খেলোয়াড় রয়েছে। আমি চাই এই টুর্নামেন্টে ভালো খেলা হোক। যাতে করে আমাদের ক্রিকেটারদের দক্ষতা বাড়ে। সামনে আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর প্রস্তুতিতে এই টুর্নামেন্ট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: