বিশেষ প্রতিবেদনঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরকে সামনে রেখে অপেক্ষার প্রহর গুনছেন দেশের ক্রীড়ামোদীরা। আর এরই মধ্যে দলগুলোর থিম সং ও প্রচারণামুলক আরও কাজে ব্যস্ত আছেন দেশের সংগীতশিল্পী ও সংগীত পরিচালকরা।
এরই মধ্যে, কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের জন্য একটি গান গেয়েছেন মিলা। সোমবার বিকেলে রাজধানীর একটি স্টুডিওতে এতে কণ্ঠ দেন জনপ্রিয় এই সংগীত শিল্পী। কৌশিক হোসেন তাপসের সুরে গানটির সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে মিলা জানালেন এই গানটাই হতে যাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের থিম সং। লিখেছেন, ‘কুমিল্লা ভিক্টোরিয়ান্সের থিম সং নিয়ে আসছি আবারও। নিজেকে সামলে রাখুন। কারণ, ইতিহাস পুনরুজ্জীবিত হতে চলেছে।’

0 facebook: