31 October 2015

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য মিলার গান


বিশেষ প্রতিবেদনঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরকে সামনে রেখে অপেক্ষার প্রহর গুনছেন দেশের ক্রীড়ামোদীরা। আর এরই মধ্যে দলগুলোর থিম সং ও প্রচারণামুলক আরও কাজে ব্যস্ত আছেন দেশের সংগীতশিল্পী ও সংগীত পরিচালকরা। 
এরই মধ্যে, কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের জন্য একটি গান গেয়েছেন মিলা। সোমবার বিকেলে রাজধানীর একটি স্টুডিওতে এতে কণ্ঠ দেন জনপ্রিয় এই সংগীত শিল্পী। কৌশিক হোসেন তাপসের সুরে গানটির সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে মিলা জানালেন এই গানটাই হতে যাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের থিম সং। লিখেছেন, ‘কুমিল্লা ভিক্টোরিয়ান্সের থিম সং নিয়ে আসছি আবারও। নিজেকে সামলে রাখুন। কারণ, ইতিহাস পুনরুজ্জীবিত হতে চলেছে।’ 

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: