19 October 2015

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টিম ম্যানেজার খালেদ মাসুদ পাইলট


বিশেষ প্রতিবেদনঃ বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফলতম উইকেট রক্ষক খালেদ মাসুদ পাইলটকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিমের কো কোচ এবং ম্যানেজার করা হয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগ বিপিএলে নাম লিখিয়েই আলোচনায় আসা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান নাফিসা কামাল এ তথ্য জানিয়েছেন।
১৯৯৭ সালে আইসিসি ট্রফির ফাইনালে মারমুখি এই ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলটের ব্যাট থেকে আসা ৬ রান কেনিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ জয়ে বিশেষ অবদান রাখে। এর আগে ডানহাতি ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলট ১৯৯৭ সালের ৯ এপ্রিল অনুষ্ঠিত আইসিসি ট্রফির সেমিফাইনালে অনবদ্য ৭২ রান করে বাংলাদেশকে ফাইনালে এনে দেন। সেই সাথে কনফার্ম হয় বিশ্বকাপ খেলার টিকিট। পাইলট ২০০১ সাল থেকে ২০০৩ এর জুন পর্যন্ত বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পালন করেন।
samuels123 (1)কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান নাফিসা কামাল জানান, পাইলটকে আমরা দলের সাথে পাওয়ায় খুব খুশি।
এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বসেরা অফ স্পিনার সুনিল নারিন এবং অলরাউন্ডার মারলন স্যামুয়েলস কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন। এরই মধ্যে নিশ্চিত করা হয়েছে তাদের। জানিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান নাফিসা কামাল
অবশ্য মারলন স্যামুয়েলসকে ১৪দিনের মধ্যে আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে বোলিং এ্যাকশনের পরীক্ষা দিতে হবে। শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্ট খেলার পর তার বোলিং এ্যাকশন নিয়ে প্রশ্ন তোলে আইসিসি।

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: