28 October 2015

ভাষাসৈনিক লায়লা নূর ও বীরাঙ্গনা আফিয়া খাতুনকে সম্মাননা


নিজস্ব প্রতিবেদকঃ ভাষা আন্দোলনে বিশেষ অবদান রাখার জন্য ভাষাসৈনিক প্রফেসর লায়লা নূর অনন্যা শীর্ষদশ সম্মাননা পদক-২০১৪ ও বীরাঙ্গনা আফিয়া খাতুনকে সম্মাননা পদক ও অনুদান প্রদান করেছে ঢাকা থেকে আগত সামাজিক সহায়তা উদ্যোগ ও অনন্যা নামের দু’টি সংগঠন। গতকাল কুমিল্লার বীরচন্দ্রনগর মিলনায়তনের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।
উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধকের বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল মতিন।
অনন্যা শীর্ষদশ সম্মাননা পদক ২০১৪ শীর্ষক অনুষ্ঠানে ভাষাসৈনিক প্রফেসর লায়লা নূরকে অনন্যা সম্মাননা জয়ী পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভাষাসৈনিক আনবিক বিকিরণ নিরাপত্তা বিভাগের সাবেক পরিচালক ড. জসীম উদ্দীন আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট শফিউল বশর ভান্ডারী, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য ড. আবদুল মান্নান জয় ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি খায়রুল আহসান মানিক।
বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, বিটিভি জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম রতন, চ্যানেল আই জেলা প্রতিনিধি ও দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়।
অনুভূতি ব্যক্ত করেন ভাষাসৈনিক প্রফেসর লায়লা নূর। সভাপতিত্ব করেন ভিক্টোরিয়া কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবু বকর ছিদ্দিক।
বক্তারা বলেন, ভাষা আন্দোলন স্বাধীনতা আন্দোলনের সূচনা। ভাষাসৈনিক প্রফেসর লায়লা নূর সমাজ বিবর্তনের চালিকা শক্তি। অনুষ্ঠান সঞ্চালক ছিলেন এটিএন নিউজ এডিটর বাশার খান। অনুষ্ঠানের শুরুতে শহীদ ভাষাসৈনিকদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
এ অনুষ্ঠানের আগে একই স্থানে বীরাঙ্গনা আফিয়া খাতুনের সম্মাননা পদক অনুদান বিতরণ অনুষ্ঠান হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা কমান্ডের ডেপুটি কমান্ডার গিয়াস উদ্দিন খান ও দৈনিক শিরোনাম সম্পাদক নীতিশ সাহা।
সভাপতিত্ব করেন সামাজিক সহায়তা উদ্যোগের পরিচালক অধ্যাপক ড. আবু মো: দেলোয়ার। তিনি বীরাঙ্গনা আফিয়া খাতুনের হাতে সম্মাননা ক্রেসট ও ২০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন।
অনুভূতি প্রকাশ করেন বীরাঙ্গনা আফিয়া খাতুনের দেবর হাজী আবুল বারেক।
স্বাগত বক্তব্য রাখেন সমন্বয়কারী জাহিদ হোসেন। সভার শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
বক্তারা বীরঙ্গনাদের রাষ্ট্রীয় সম্মান দেয়ার দাবি জানান। এ অনুষ্ঠানেরও সঞ্চালক ছিলেন এটিএন নিউজ এডিটর বাশার খান।

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: