ময়মনসিংহকে
বিভাগ ঘোষণা করা হলেও কুমিল্লা বিভাগের
বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয় নি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে
প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয়
বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে ময়মনসিংহ,
শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলা
নিয়ে ময়মনসিংহ বিভাগ ঘোষণা করা হয়। এটি
হবে দেশের ৮ম বিভাগ। তবে বৃহত্তর
ময়মনসিংহের দুই জেলা টাঙ্গাইল ও
কিশোরগঞ্জ ঢাকা বিভাগেই থাকছে।
সভা পরবর্তী প্রেস ব্রিফিংয়ে
মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন
ভূইঞা একথা জানান।
প্রশাসনিক কাজের সুবিধার্থে কয়েক মাস
আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন
তিনটি বিভাগ করার ঘোষণা দিয়েছিলেন।
পরে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে
বিভাগ ঘোষণার প্রক্রিয়া শুরু করে নিকার।
তবে বাকি দু’টি বিভাগ কুমিল্লা ও ফরিদপুরের
বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
14 September 2015
Author: নতুন প্রজন্ম কুমিল্লা
কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।
আরো দেখুনঃ
- Blog Comments
- Facebook Comments