24 March 2014

গানে গানে কুমিল্লা


কতৌনা গৌরবের ধন
দিয়াছেন আল্লাহ....
সোনার জেলা কুমিল্লা

বৃহত্তর কুমিল্লার মাঝে
কতো স্রিতি কীর্তি আছে
জ্ঞানী গুনী জন্মিয়াছে
এই কুমিল্লায়....
মেঘনা,তিতাস, গোমতি নদী
বয়ে চলে নিরবধি....
সংহিত সম্রাট আলাউদ্দিন
জন্মিলেন যেথায়....
আমার সোনার কুমিল্লায়

শহরের পশ্চিমে যাঁহার
স্বনাম ধন্য
লালমাই পাহাড়,
ময়নামতি সেনা নিবাস
আছে তাহার গায়
পল্লী উন্নয়ন একাডেমী
কোটবাড়ী করেছে দামী
জওয়াহার ভিতর আছে জানি
কলেজ সমবায়
আমার সোনার কুমিল্লায়....

চণ্ডী মুড়া, ধুতিয়া দীঘি
ঢেউয়ে করে ঝিকিমিকি
সুজা বাদশার মসজিদ আছে
গোমতীর কিনারায়
ময়নামতি জাদুঘর
শালবন বিহার কিযে সুন্দর....
মাটির নিছে ইতিহাসের খনি
পাওয়া যায়

জানি সবাই এই সত্ত্ব
জগন্নাথে দীঘি চাক্ষ
দীঘির মধ্যে সর্বশ্রেষ্ঠ
চৌদ্দগ্রাম থানায়

যাই এবার লাকসাম থানায়
দেখি রেল জংশন খানা
ইতিহাসে লেখা নবাব ফয়জুন্নেছা
আমার ছন্দার কুমিল্লা

ধর্ম সাগরও, এনআর দীঘি
শহর কেন্দ্রে গিয়ে দেখি
রানীর দীঘি দিয়ে গেছেন
ত্রিপুরার রাজায়
মুরাদ নগর, দৌলত পুরে
কাজী নজরুল এসে পরে
সমিলাকে বিয়ে করে ছুরিটি রেখে যায়
আমার সোনার জেলা কুমিল্লায়।


গানটির ভিডিও দেখতে চাইলেঃ ইউটিউব লিঙ্ক

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: