19 July 2013

বুড়িচং উপজেলা


বুড়িচং এর পটভূমি:

বুড়িচং উপজেলার পূর্বনাম ছিল উত্তর বিজয়পুরকিংবদন্তী অনুসারে খৃষ্টীয় একাদশ শতকের গোড়ার দিকে এই উত্তর বিজয়পুর গ্রামে বহু জ্ঞানী -গুনীর আবাসস্থল ছিলএকাদশ শতকের দিকে চৈনিক পরি ব্রাজক ইয়েন সাংউত্তর বিজয়পুর পরিদর্শণ করতে আসেন এবং এলাকার জ্ঞানী-গুনীদের  সাহচর্যে মুগ্ধ হনঐ সময় এ এলাকাকে বুড্ডি চিয়াংনামে অভিহিত করেনচৈনিক ভাষায় বুড্ডি চিয়াং এর বাংলা অনুবাদ করলে বুড্ডি অর্থ বুদ্ধি বা জ্ঞানী বা শিক্ষা এবং চিয়াং অর্থ আবাসস্থল বা আস্তানা বা শালা ইত্যাদি বুঝায়তাই বুড্ডি চিয়াং এর আভিধানিক অর্থ দাড়ায় জ্ঞানী ও গুনীর আবাসস', উক্ত বুড্ডি চিয়াং নাম হতে কালক্রমে মানুষের মুখের ভাষায় সহজ বলার তাগিদে বুড্ডি চং ও পরে বুড়িচং নামের উৎপত্তি হয়কুমিল্লা সদর (কোতয়ালী) এর কিছু অংশ ও বর্তমান ব্রাক্ষ্মনবাড়ীয়া জেলার কিছু অংশ নিয়ে ১৯১৬ সালে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের মাধ্যমে বুড়িচং থানার গোড়াপত্তন হয়১৯৬৩ সালে বুড়িচং থানা একটি উন্নয়ন সার্কেল-এ রূপান্তরিত হয়১৯৭০ সালে এটি একটি পূর্ণাঙ্গ ও স্বতন্ত্র থানা হিসাবে প্রতিষ্ঠা পায়১৯৭৮ সালে এই থানার ৭টি ইউনিয়ন নিয়ে ব্রাক্ষ্মনপাড়া নামে অপর একটি থানার সৃষ্টি হয়অবশিষ্ট ৮টি ইউনিয়ন নিয়ে ১৫/০৪/১৯৮৩ সালে বুড়িচং থানা একটি মানোন্নীত থানা বা উপজেলা হিসাবে আত্মপ্রকাশ করে।  

ভৌগলিক পরিচিতি:

বুড়িচং উপজেলার উত্তরে ব্রাক্ষ্মণপাড়া, দক্ষিণে কুমিল্লা আদর্শ সদর, পূর্বে ভারতের ত্রিপুরা, পশ্চিমে চান্দিনা ও দেবিদ্বার উপজেলা অবস্থিত

ইউনিয়ন সমূহ:

রাজাপুর,বাকশীমূল,বুড়িচং সদর,ষোলনল,পীরযাত্রাপুর,ময়নামতি,মোকাম, ভারেল্লা

উপজেলার দর্শনীয় স্থান:

উপজেলা পরিষদ চত্ত্বর, ময়নামতি কালী মন্দির, উপজেলা পরিষদ মসজিদ, ময়নামতি ওয়ার সেমিট্রি, ময়নামতি বৌদ্ধবিহার

বুড়িচং উপজেলার প্রখ্যাত ব্যক্তিত্বগণের নামঃ

জনাব মোঃ আমির হোসেন, সিদলাই, ১৯৫৬, এম এন এ

এ্যাডভোকেট  মোঃ সিরাজুল ইসলাম, এম এন এ

জনাব মোঃ সুলতান আহাম্মদ, শংকুচাইল, ১৯৬২, এম পি এ

জনাব মোঃ নূরম্নল ইসলাম ভূইয়া, চারগাছা, ১৯৬৫, এম পি এ

জনাব মোঃ আমির হোসেন, সিদলাই, ১৯৭০, এম পি এ

জনাব অধ্যাপক মোঃ ইউনুছ, গোবিনাথপুর, ১৯৭৩, এম পি

জনাব অধ্যাপক মোঃ মফিজুল ইসলাম, বাকশীমূল, ১৯৭৮, এম পি



কলেজের তালিকা:

 কালিকাপুর আব্দুল মতিন খসরু ডিগ্রী কলেজ ,বাকশীমূল ইউনিয়ন
 নিমসার জুনাব আলী ডিগ্রী কলেজ ,মোকাম ইউনিয়ন

৩। সোনার বাংলা কলেজ
৪। পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজ
৫। ফকির বাজার স্কুল এন্ড কলেজ ,বাকশীমূল ইউনিয়ন
৬। ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজ ,ময়নামতি ইউনিয়ন



মাদ্রাসার তালিকা:

1 সাদকপুর ইসলামিয়া আলীম মাদ্রাসা, পীরযাত্রাপুর
2 বুড়িচং ইসলামিয়া সুন্নিয়া আলীম মাদ্রাসা
3 সাদকপুর ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসা, পীরযাত্রাপুর
4 নিমসার হাফিজিয়া মাদ্রাসা ,মোকাম ইউনিয়ন
5 ছয়গ্রাম আলিম মাদ্রাসা ,বাকশীমূল ইউনিয়ন
6 চড়ানল হাছানীয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা রাজাপুর ইউনিয়ন


প্রাথমিক বিদ্যালয় এর তালিকা:

1 আজ্ঞাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাকশীমূল ইউনিয়ন
2 ফরিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,ময়নামতি ইউনিয়ন
3 পশ্চিম সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভারেল্লা ইউনিয়ন
4 মহিষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ষোলনল ইউনিয়ন
5 কোরপাই সরকারি প্রাইমারি বিদ্যালয় মোকাম ইউনিয়ন
6 লোয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মোকাম ইউনিয়ন
7 ভরাসার সরকারী প্রাথমিক বিদ্যালয়, ষোলনল ইউনিয়ন
8 শংকুচাইল আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় ,রাজাপুর ইউনিয়ন
9 পীরযাত্রাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পীরযাত্রাপুর ইউনিয়ন
10 সাদকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ,পীরযাত্রাপুর ইউনিয়ন


উপজেলায় অবস্থিত বিভিন্ন ব্যাংকের তালিকাঃ

১. সোনালী ব্যাংক লিঃ, বুড়িচং শাখা, কুমিল্লা

২. সোনালী ব্যাংক লিঃ, কংশনগর শাখা, কুমিল্লা
৩. সোনালী ব্যাংক লিঃ, ময়নামতি ক্যান্টঃ শাখা, বুড়িচং, কুমিল্লা
৪. সোনালী ব্যাংক লিঃ, ভরাসার বাজার শাখা, বুড়িচং, কুমিল্লা
৫. বাংলাদেশ কৃষি ব্যাংক, বুড়িচং শাখা, কুমিল্লা
৬. বাংলাদেশ কৃষি ব্যাংক, কালাকচুয়া বাজার শাখা, বুড়িচং, কুমিল্লা
৭. রুপালী ব্যাংক লিঃ, সাহেব বাজার, ময়নামতি, বুড়িচং, কুমিল্লা
৮. রুপালী ব্যাংক লিঃ, ময়নামতি ক্যান্টঃ শাখা, বুড়িচং, কুমিল্লা
৯. অগ্রণী ব্যাংক লিঃ, বুড়িচং শাখা, কুমিল্লা
১০. অগ্রণী ব্যাংক লিঃ, শংকুচাইল শাখা, বুড়িচং, কুমিল্লা
১১. অগ্রণী ব্যাংক লিঃ, নিমসার শাখা, বুড়িচং, কুমিল্লা
১২. জনতা ব্যাংক লিঃ, বুড়িচং শাখা, বুড়িচং, কুমিল্লা
১৩. জনতা ব্যাংক লিঃ, ফকির বাজার শাখা, বুড়িচং, কুমিল্লা
১৪. ইসলামী ব্যাংক লিঃ, বুড়িচং শাখা, কুমিল্লা
১৫. গ্রামীণ ব্যাংক, বুড়িচং শাখা, কুমিল্লা
১৬. গ্রামীণ ব্যাংক, নিমসার শাখা, বুড়িচং, কুমিল্লা
১৭. গ্রামীণ ব্যাংক, ভারেলস্না শাখা, বুড়িচং, কুমিল্লা



নিম্নোক্ত বীমা প্রতিষ্ঠানসমূহ বুড়িচং উপজেলায় অফিস, এজেন্ট দ্বারা তাদের কার্যক্রম পরিচালনা করছে:
ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোঃ লিঃ
পপুলার লাইফ ইন্সুরেন্স কোঃ লিঃ
আল আরাফাহ ইসলামী ইন্সুরেন্স কো অপারেটিভ লি:
আল বারাকা লাইফ ইন্সরেন্স লিঃ
ইসলামী ব্যাংক ইন্সুরেন্স শাখা
প্রগতি লাইফ ইন্সুরেন্স লিঃ
জীবন বীমা কর্পোরেশণ
বায়রা লাইফ ইন্সুরেন্স লিঃ
১০আমেরিকান লাইফ ইন্সুরেন্স লিঃ
১১পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিঃ



এনজিও-এর তালিকাঃ

১. ব্র্যাক, বুড়িচং শাখা, কুমিল্লা
২. আশা, বুড়িচং শাখা, কুমিল্লা
৩. প্রকাশ, বুড়িচং শাখা, কুমিল্লা
৪. অন্তর, বুড়িচং শাখা, কুমিল্লা
৫. পেইজ, বুড়িচং শাখা, কুমিল্লা
৬. ব্যুরো, বাংলাদেশ, বুড়িচংশাখা, কুমিল্লা
৭. টি.এম.এস.এস, বুড়িচং শাখা, কুমিল্লা
৮. দৃষ্টি, বুড়িচং শাখা, কুমিল্লা
৯. গ্রামীণ উন্নয়ন সংস্থা (জি, ইউ, এস), বুড়িচং শাখা, কুমিল্লা
১০. সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এস,ডি,সি), ফরিজপুর, ময়নামতি বাজার, বুড়িচং, কুমিল্লা
১১. দারিদ্র বিমোচন সংস্থা (পাশ), উপজেলা রোড, বুড়িচং, কুমিল্লা



এতিমখানা:

১. হরিপুর সুফিয়া ইসলামী কমপ্লেক্স ও এতিমখানা, গ্রাম হরিপুর, বুড়িচং, কুমিল্লা
২. কুসুমপুর নুরানী তালিমুল কোরআন এতিমখানা, গ্রাম কুসুমপুর, বুড়িচং, কুমিল্লা
৩. মীরপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, গ্রাম মীরপুর, বুড়িচং, কুমিল্লা
৪. কংশনগর ইসলামিয়া এতিমখানা, গ্রাম ও পোঃ কংশনগর, বুড়িচং, কুমিল্লা
৫. মোকাম হাফেজিয়া এতিমখানা, গ্রাম মোকাম, বুড়িচং, কুমিল্লা
৬. ময়নামতি আবেদিয়া ও হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, গ্রাম ও পোঃ ময়নামতি, বুড়িচং, কুমিল্লা



মাজার:

১. ফরিজপুর হিলাল শাহ (রহঃ) মাজার, পোঃ ময়নামতি, বুড়িচং, কুমিল্লা
২. দক্ষিণগ্রাম শফিক ফকিরের মাজার, পোঃ রাজাপুর, বুড়িচং, কুমিল্লা
৩. বুড়িচং দরবার শরীফ, পোঃ বুড়িচং সদর,, বুড়িচং, কুমিল্লা
৪. বুড়বুড়িয়া দরবার শরীফ, পোঃ নানুয়ার বাজার, বুড়িচং, কুমিল্লা

 


শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

1 comment:

  1. কংকুচাইলসাখার মুবাইল নাম্বার

    ReplyDelete