20 July 2013

কুমিল্লা জিলা স্কুল


কুমিল্লা জিলা স্কুল বাংলাদেশের কুমিল্লা জেলায় অবস্থিত একটি বিখ্যাত বালক বিদ্যালয়এটি বাংলাদেশের অন্যতম একটি সুপ্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানএটি কুমিল্লা জেলার প্রাণকেন্দ্র কান্দিরপাড়ের সন্নিকটে অবস্থিতস্কুলটি প্রভাতি ও দিবা এই দুই শাখায় বিভক্তস্কুলটিতে ৫ম থেকে ১০ম শ্রেণী পর্যন্ত শিক্ষা দেয়া হয়এস এস সি পরীক্ষার ফলাফলের দিক দিয়ে, এই স্কুলটি বেশ কয়েক বছর ধরে কুমিল্লা শিক্ষা বোর্ডে প্রথম স্থান ও সমগ্র বাংলাদেশে সেরা দশের মধ্যে অবস্থান করছে। 

ইতিহাসঃ

কুমিল্লা জিলা স্কুলের একটি গৌরবময় সমৃদ্ধ ইতিহাস রয়েছে১৮৩৭ সালে
এইচ জি লেজিস্টার নামে একজন ইংরেজ শিক্ষক স্কুলটি প্রতিষ্ঠা করেনতিনিই
ছিলেন এই স্কুলের প্রথম প্রধান শিক্ষকপরবর্তীতে ব্রিটিশ ভারত সরকার
ইংরেজি সাহিত্য ও বিজ্ঞান শিক্ষা প্রসারের উদ্দেশ্যে স্কুলটিকে সরকারি উচ্চ
বিদ্যালয়ের রূপ প্রদান করে এবং "কুমিল্লা জিলা স্কুল" নামকরণ করে১৮৫০
 সাল পরবর্তী সময়ে, স্কুলের ভবন ও অবকাঠামোগত উন্নয়ন শুরু হয় এবং
শিক্ষা প্রদান পদ্ধতির উন্নয়ন ঘটানো হয়১৯৩৭ সালে কুমিল্লা জিলা স্কুল এর
প্রতিষ্ঠার শতবর্ষ উদযাপন করে১৯৪৭ সালে ভারত বিভাগের পর স্কুলটির
শিক্ষাপদ্ধতির পরিবর্তন ঘটানো হয়১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর
থেকে, স্কুলটি শিক্ষা ও অন্যান্য দিক দিয়ে উন্নয়ন লাভ করতে থাকে২০০৯
সালে, স্কুলটি কুমিল্লা শিক্ষাবোর্ডের শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয়ে পরিণত হয়েছে

বর্তমান অবস্থাঃ

স্কুলটি একটি বালক উচ্চ বিদ্যালয়প্রাথমিকভাবে স্কুলটিতে একটি শিফট
ছিলকিন্তু ১৯৯১ সাল থেকে, স্কুলে দুইটি শিফটে বিভক্ত হয়ঃ প্রভাতি ও
দিবাবর্তমানে স্কুলটিতে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়পঞ্চম
থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রত্যেক শ্রেণীতে ছয়টি শাখা বিদ্যমানএগুলো হল,
 প্রভাতি ক, , গ এবং দিবা ক, , নবম ও দশম শ্রেণীতে চারটি করে
শাখা বিদ্যমানপ্রভাতি ক ও খ এবং দিবা ক ও খবর্তমানে স্কুলটিতে প্রায়
২০০০+ শিক্ষার্থী এবং ৫৩+ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন

ভর্তিঃ

সাধারণত শিক্ষার্থীরা পঞ্চম ও ষষ্ঠ শেণীতে ভর্তি হওয়ার সুযোগ লাভ করে
এজন্য শিক্ষার্থীদের তুমুল প্রতিদ্বন্দ্বীতামূলক ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হতে হয়
ভর্তি পরীক্ষা জানুয়ারি মাসে সংঘটিত হয়কোন শিক্ষার্থী অন্য কোন
সরকারি স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেটের মাধ্যমে উপরের ক্লাসগুলোতে
ভর্তি হওয়ার সুযোগ পেতে পারে

সহশিক্ষা কর্মসূচীঃ

   বি এন সি সি (বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর)
   স্কাউটিং
   খেলাধুলা (অ্যাথলেটিক্স, ক্রিকেট ও ফুটবল)
   বিতর্ক
   সাংস্কৃতিক অনুষ্ঠান
   বার্ষিক সাময়িকী
   গণিত ও ভাষা প্রতিযোগ
   বিজ্ঞান মেলা
   শিক্ষা সফর ইত্যাদি



শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।