জন্মতারিখ:
Tuesday, 2 July 1957
জেনারেল ইকবাল করিম ভূঁইয়া বাংলাদেশের বর্তমান সেনা প্রধান। তিনি ২০১২ সালের ২৫ জুন দায়িত্ব গ্রহণ করেন। ত্রয়োদশ সেনাপ্রধান হিসেবে তিনি সাবেক সেনাপ্রধান জেনারেল আব্দুল মুবীনের স্থলাভিষিক্ত হয়েছেন।
জন্ম ও শিক্ষাজীবন
জেনারেল ইকবাল কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তিনি কুমিল্লা জিলা স্কুল এবং ফৌজদারহাট ক্যাডেট কলেজে লেখাপড়া করেন। তার দুই মেয়ে এবং এক ছেলে।
বিদেশে যেসব কোর্স করেছেন
মালয়েশিয়ায় কোম্পানি কমান্ডার্স কোর্স
মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজ থেকে গ্রাজুয়েট
মার্কিন যুক্তরাষ্ট্র এর কমান্ড এবং জেনারেল স্টাফ কলেজ থেকে স্নাতক
কর্মজীবন
১৯৭৬ সালের নভেম্বরে বিএমএ’র তৃতীয় কোর্সের ক্যাডেট হিসাবে সেনাবাহিনীতে যোগ দেন পদাতিক বাহিনীর কর্মকর্তা ইকবাল করিম ভূঁইয়া। তিনি নবম পদাতিক ডিভিশনের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১০ সালের মে মাসে তিনি পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। জাতিসংঘ মিশনে কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তিনি সেনা প্রধান হওয়ার পূর্বে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে কর্মরত ছিলেন।
বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য
বাংলাদেশ মিলিটারি একাডেমীর প্লাটন কমান্ডার
১১ পদাতিক বিভাগের স্টাফ কলোনাল, বগুড়া,
১০৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার
স্টাফ এর ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজের ডিরেক্টর
ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজের সেনানায়ক
১৯ পদাতিক বিভাগের জিওসি,ঘাটাইল
৯তম পদাতিক বিভাগের জিওসি,সাভার
বাংলাদেশ সেনাবাহিনীর সিজিএস (চীফ অফ জেনারেল স্টাফ)
বাংলাদেশ সেনাবাহিনীর কিউএমজি (কোয়ার্টার মাস্টার জেনারেল)
জেনারেল ইকবাল সক্রিয়ভাবে অপারেশন ডেসার্ট স্ট্রমে অংশগ্রহণ করেছিলেন।
পুরস্কার ও সম্মাননা
তিনি সাহসিকতার জন্য কুয়েত সরকার থেকে কুয়েত লিবারেশন পদক পেয়েছিলেন।
0 facebook: