23 March 2016

তনুর পুরস্কার পাওয়া হলো না


এম. বিল্লাল হোসেন: ছোট্ট বেলা থেকেই স্বপ্ন ছিল অভিনয় শিল্পী হবার। সমাজের নানা অসংগঙ্গি অভিনয়ের মাধ্যমে তুলে ধরে মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলাই ছিল অভিনয়ের ধরণ। তাঁর অভিনয়ের দৃপ্ত ভাষায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ফুটে উঠত।এইতো সে দিন তনুর আবেদনময়ী কণ্ঠে ভেসে আসলো জিয়া অডিটোয়াম থেকে বাংলার গান। তনু কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতা -২০১৬, তিনটি বিভাগে অংশনিয়ে তিনটিতেই বিজয়ী হয়। একক নৃত্যে প্রথম, দৈত নৃত্যে ২য় ও সংঙ্গীতে ২য় স্থান অর্জন করে। বার্ষিক প্রতিযোগীতার পুরস্কার দেবার কথা ছিল কয়েক দিন পর। কিন্তু পুরস্কার পাওয়া হল না তনুর। সেরা বাচাই প্রতিযোগীতায় জেলা পর্যায়ে প্রথম হয়ে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগীতায় অংশ নেয় তনু। তার চোখে-মুখে ছিল বড় শিল্পী হবার ছাপ।মঙ্গলবার সকাল ১০ টা। আমরা সবাই তনুর ভাই, তনু হত্যার বিচার চাই। সে তো আমাদের তনু, সে তো আমাদের সবার তনু । আমরা তনু হত্যার বিচার চাই। এটা কোন ছাত্র সংগঠনের বিরুদ্ধে অন্য ছাত্র সংগঠনের মিছিল নয়। এটা ছিল প্রতিবাদী অভনয় শিল্পী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শিক্ষার্থী নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে (১৯) গত রোববার ধর্ষণ পর গলাকেটে হত্যা করার প্রতিবাদ মিছিল।আর সবার ফেসবুক ছিল তনু হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ। ফেসবুকে বেশ কয়েকটি ফেইজ খোলা হয় । এদের মধ্যে, ‘আমরা সবাই তনুর ভাই, তনু হত্যার বিচার চাই’, ‘তনু হত্যাকারীদের ফাঁসি চাই’। এদিকে তনু হত্যার প্রতিবাদে ঢাকার শাহবাগে মঙ্গলবার বিকেলে প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়েছে তরুণ চলচ্চিত্র নির্মাতা শ্যামল শিশির।ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশীদ ক্যাম্পাস টাইমসকে বলেন, ‘তনু বার্ষিক প্রতিযোগীতায় তিনটি বিভাগে বিজয়ী হয়েছে। ক’দিন পর বিজয়ীদের পুরস্কার দেবার কথা ছিল। আমরা সবাই এই মেধাবী শিক্ষার্থী হত্যার বিচার চাই। ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের প্রধান উপদেষ্টা ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটোয়ারি বলেন, তনুর মেধাবী শিল্পী ছিল। ‘নৈতিক জায়গা থেকেই এই আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করছি। এই হত্যার প্রতিবাদ করতে হবে সবাইকে।’ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সাবেক সভাপতি আল আমিন বলেন, তনু কলেজের সবচেয়ে মেধাবী সংস্কৃতিকর্মী। কারণ সে মাত্র বছর হল থিয়েটারের সদস্য হয় এ অল্প সময়ে সে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়ে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগীতায় অংশ নেয়। খুন হওয়ার দুই দিন আগে ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের বার্ষিক বনভোজনে শ্রীমঙ্গল গিয়েছিলাম আমরা। সে এমন নৃসংশভাবে খুন হয় তা মানতে পারছি না।উল্লেখ্য, গত রবিবার (২০ মার্চ) রাত ১০টায় কুমিল্লা ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় একটি কালভার্টের কাছ থেকে পুলিশ নিহত তনুর লাশ উদ্ধার করে। সে কুভিকের ইতিহাস বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ও ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের (ভিসিটি) সহ কলেজের কয়েকটি সেচ্ছাসেবী সংগঠনের সদস্য ছিলেন। সে ময়নামতি সেনানিবাস এলাকার অলিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ইয়ার হোসেনের মেয়ে। তাদের গ্রামের বাড়ি তিতাস উপজেলায়। তারা অলিপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন। দুই ভাই এক বোনের মধ্যে সোহাগী মেজ।’

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: