আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু ২৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন।
শুক্রবার নগরীর ধর্মসাগর পাড় নির্বাচনী কার্যলয়ে বিকাল সাড়ে তিনটায় এ ইশতেহার ঘোষণা করা হয়।
ইশতিহারের শুরুতে মেয়রপ্রার্থী মনিরুল হক সাক্কু বলেন, কুমিল্লা আমার জন্মস্থান, আমার প্রাণের শহর।গত ৫ বছরে এই নতুন সিটি কর্পোরেশন ৪৩১ কোটি ২৭ লক্ষ টাকার উন্নয়ন কাজ হয়েছে।
২৭ দফা ইশতেহার মধ্যে তিনি বলেন, শহরের জলাবদ্ধতা নিরসনে মাস্টার প্লেন অনুযায়ী কাজ শুরু হয়েছে, আগামী ২-৩ বছরের মধ্যে তা সম্পন্ন হলে কুমিল্লা শহরের জলাবদ্ধতা ও যানজট মুক্ত হবে।
ফ্লাইওভারের নির্মাণের কাজ ৭৫ ভাগ সম্পন্ন হয়েছে। আরও দুইটি ফ্লাইওভার নির্মানের উদ্যোগ নেয়া হয়েছে। আগামীতি কোন নাগরিকদের কোন হোল্ডিং টেক্স বৃদ্ধিকরা হবে না। কুমিল্লা মহানগরের দক্ষিণাঞ্চলের মেয়েদের জন্য দুইটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। বজ্য রিসাইকিলিংয়ের মাধ্যমে বর্জ্যকে সম্পদে পরিণত করা হবে।
ড্রেন ও পাকা করার মাধ্যমে যাতায়াত ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে জাইকা, এমজিএসপি এবং ডিপিপির সহযোগিতায় ৩০০ কোটি টাকার মহা পরিকল্পন নেয়া হয়েছে। নগরের পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন নিশ্চিত করার জন্য ডিপিপির প্রকল্প এর অর্থায়নে প্রায় ১৫ কোটি টাকা ব্যায়ে ৫ তলা আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ভবন নির্মাণের প্রকল্প গ্রহন করা হয়েছে।
এসময় তিনি বলেন, কুমিল্লা নগররের ধর্মীয়য় সংখ্যালঘুদের এখন আর কেউ নির্যাতনের সাহস পায়না । ভবিষ্যতেও পাবে না ইনশাল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, মনিরুল হক চৌধুরী, প্রচারসম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এনি, উপদেষ্টা সঞ্জিব চৌধুরী, হাবিবুর রহমান হাবিব সহ অন্যান্য নেতৃবৃন্দ।
0 facebook: