কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর যুবদলের নতুন (আংশিক) কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবদল। ঘোষিত কমিটিতে কুমিল্লা (দ.) সাংগঠনিক জেলায় সভাপতির দায়িত্ব পেয়েছেন আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। এ কমিটিতে সাধারণ সম্পাদক করা হয়েছে আনোয়ারুল হককে।
অপরদিকে প্রথমবারের মতো গঠিত হওয়া কুমিল্লা মহানগর যুবদলের কমিটিতে উৎবাতুল বারী আবুকে সভাপতি ও ইউসুফ মোল্লা টিপুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে যুবদলের দফতরের দায়িত্বপ্রাপ্ত কামরুজ্জামান দুলাল প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কুমিল্লা (দ.) সাংগঠনিক জেলায় সভাপতিঃ আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সহ সভাপতিঃ ফেরদৌস পাটোয়ারী, সাধারণ সম্পাদকঃ আনোয়ারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদকঃ মোঃ শাহ আলম ও সাংগঠনিক সম্পাদকঃ তোফায়েল আহম্মদ জুয়েল।
কুমিল্লা মহানগরীতে সভাপতিঃ উলফাতুল বারী আবু, সহসভাপতিঃ মঞ্জুরুল আলম রুবেল, সাধারণ সম্পাদকঃ ইউসুফ মোল্লা টিপু, যুগ্ম সাধারণ সম্পাদকঃ হাসান মজুমদার ও সাংগঠনিক সম্পাদকঃ খলিলুর রহমান বিপ্লব।
যুবদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সংগঠনকে আন্দোলনমুখী করার লক্ষ্যে যুবদলের সাংগঠনিক নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাংগঠনিক জেলাসমূহের পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে যুবদলের নতুন (আংশিক) পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন করেছে।
সুত্রঃ কুমিল্লার কাগজ
0 facebook: